মোঃ সাজেল রানাঃ
রাজধানীর রামপুরা থানার বনশ্রী এলাকায় দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বনশ্রী ডি ব্লকের ৭ নম্বর রোডে, ২০ নম্বর বাড়ির সামনে রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে গুলি করে এক স্বর্ণ ব্যবসায়ীর থেকে ২০০ ভরি স্বর্ণ ও নগদ এক লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
আনোয়ার হোসেন (৪৩) নামের ওই ব্যবসায়ী গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন রয়েছেন। আনোয়ার হোসেনের ‘অলংকার’ নামে একটি জুয়েলারি দোকান রয়েছে।
আহত আনোয়ার হোসেন ঢামেকে সাংবাদিকদের কাছে ঘটনার বিবরণ দিয়ে বলেন, “রাতে দোকান বন্ধ করে প্রায় দুইশ ভরি স্বর্ণ ও এক লাখ টাকা নিয়ে বাসার গেটে আসি। তখন তিনটি মোটরসাইকেলে আনুমানিক সাতজন ছিনতাইকারী আমার কাছে থাকা ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। আমি বাধা দিলে তারা আমাকে লক্ষ্য করে গুলি করে এবং পরে আমার সাথে থাকা স্বর্ণ ও টাকা নিয়ে পালিয়ে যায়।”
ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, সশস্ত্র ছিনতাইকারীরা ব্যবসায়ী আনোয়ার হোসেনকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালায়। পাশাপাশি, ধারালো অস্ত্র দিয়ে তার পায়ে ও পিঠে বেশ কয়েকটি আঘাত করে মারাত্মক জখম করে। আহত আনোয়ার হোসেনের পায়ে গুলির আঘাত এবং পিঠে ধারালো অস্ত্রের কোপের চিহ্ন স্পষ্ট দেখা যায়।
ঘটনাস্থলে উপস্থিত রামপুরা থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান জানান, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভাইরাল হওয়া ভিডিওটি আমরা দেখেছি এবং সেটি থেকে অপরাধীদের সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া যাচ্ছে। এছাড়াও, আমরা আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা করছি। আমরা আশা রাখি, দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে সক্ষম হব।”
পুলিশ ঘটনাটি গুরুত্বের সাথে খতিয়ে দেখছে এবং অপরাধীদের শনাক্ত করার জন্য বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করছে। এই ছিনতাইয়ের ঘটনায় বনশ্রী এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।