বিপ্লব কাজী, ইতালি প্রতিনিধিঃ
ইতালি মনফালকন শহরে বাংলাদেশী এক যুবক আরেক যুবক কর্তৃক ছুরিকাঘাত আহত হয়।এবারও সেই আগের ছেলেটি যে কিনা কিছু দিন আগে ফিনকান্তিয়েরিতে এক লোককে ছুরিকাঘাত করে গ্রেফতার হয়েছিল। প্রতক্ষদর্শীদের মতে, বেলা সোয়া এগারটার দিকে পিয়াচ্ছা ব্লাজেরনা প্রাক্তন আকোয়া শাপনে (acqua e sapone) মার্কেটের সামনে এই ঘটনার সূত্রপাত।
হঠাৎ সন্ত্রাসী ছেলেটি ভৈরবের আগানগর ইউনিয়নের মোশাররফ নামের একজনের উপর উপুর্যিপুরি ছুরিকাঘাত শুরু করে। ধস্তাধস্তি দেখে মানুষ হম্বতম্ব হয়ে যায়। তারা দ্রুত ১১২ তে ইমার্জেন্সি কল করেন পরে ঘটনা স্থলে আইন প্রশাসনের কারবিনিয়ারি এসে সন্ত্রাসী ছেলেটিকে আটক করেন।ঘটনাস্থলে আহত ব্যক্তির রক্তের দাগ রাস্তার বিভিন্ন স্থানে পরে ছিল । এই ঘটনায় উপস্থিত জনতা ও বাংলা কমিউনিটির মানুষ এর মধ্যে ক্ষোভে ফেটে পড়ে। আইন প্রশাসন বিস্তারিত ঘটনা ক্ষতিয়ে দেখছেন এবং তদন্ত চলাকালীন যাতে কোনো আপত্তিকর ঘটনা না ঘটে সেই বিষয়ে বাংলা কমিউনিটি কে নজর রাখতে বলা হয়েছে।