মাহমুদউল্লাহ ফিরলে টপ অর্ডারের কাউকে জায়গা ছাড়তে হতো, আর টিম ম্যানেজমেন্ট সেটিই করেছে। ভারতের বিপক্ষে ব্যর্থতার কারণে দল থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার। অন্যদিকে, আইসিসির কোনো টুর্নামেন্টে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন নাহিদ রানা। টাইগার স্পিডস্টারের ফেরায় দল থেকে ছিটকে গেছেন পেসার তানজিম সাকিব।
গত বছর রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত বোলিং করে নজর কেড়েছিলেন নাহিদ। অভিষেক হয়েছিল সেই বছরের মার্চে, সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে। তবে বিশ্বক্রিকেটে তার নাম ছড়িয়ে পড়ে আগস্ট-সেপ্টেম্বরে পাকিস্তান সফরের পর। টেস্টে দুর্দান্ত পারফরম্যান্স দেখালেও এখন পর্যন্ত ৫০ ওভারের ফরম্যাটে মাত্র তিনটি ম্যাচ খেলেছেন তিনি।
আজ আইসিসির কোনো ইভেন্টে প্রথমবার মাঠে নামছেন নাহিদ। ওয়ানডেতে তিন ম্যাচে ৩১.৫০ গড়ে তিন উইকেট নিয়েছেন তিনি, টেস্টে ৬ ম্যাচে শিকার করেছেন ২০ উইকেট। টি-টোয়েন্টিতে অভিষেকের অপেক্ষায় আছেন এই পেসার।
চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে ‘টিম কম্বিনেশনের কারণে’ একাদশে জায়গা হয়নি নাহিদের। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের উইকেটে গতি নয়, বরং কাটার ও স্লোয়ার বেশি কার্যকর হবে বলে মনে করেছিল টিম ম্যানেজমেন্ট। তবে রাওয়ালপিন্ডির ব্যাটিং সহায়ক উইকেটে নাহিদের গতির ঝড় বাংলাদেশকে সুবিধা এনে দিতে পারে। টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে তার দুর্দান্ত পারফরম্যান্স খুবই গুরুত্বপূর্ণ ।