মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির জেডএ ভুট্টো ডিগ্রি কলেজ ছাত্রদলের নবগঠিত ছয় সদস্যের কমিটি থেকে চারজন পদত্যাগ করেছেন। কমিটিতে অছাত্র ও আওয়ামী লীগ নেতার ছেলের অন্তর্ভুক্তির অভিযোগে তারা পদত্যাগের ঘোষণা দেন।
রোববার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় কলেজের সামনে সাধারণ সম্পাদক রিমন মোল্লার নেতৃত্বে পদত্যাগকারী চার নেতা ও ছাত্রদলের অন্য নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন।
বিক্ষোভ কর্মসূচিতে কমিটির সাধারণ সম্পাদক রিমন মোল্লা বলেন,
“অছাত্র এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির ছেলেকে নিয়ে কমিটি গঠন করা হয়েছে। আমরা এমন কমিটি মানি না। তাই আনুষ্ঠানিকভাবে চারজন পদত্যাগ করছি।”
পদত্যাগকারীরা গণমাধ্যমের সামনে তাদের পদত্যাগপত্র উপস্থাপন করেন এবং ২৪ ঘণ্টার মধ্যে নতুন কমিটি গঠনের দাবি জানান। তারা সতর্ক করে বলেন, নতুন কমিটি না হলে আরও বড় কর্মসূচি ঘোষণা করা হবে।
কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম অভিযোগ করে বলেন,
“আমি ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র ও আন্দোলনে সক্রিয়। কমিটি ঘোষণার পর আমাকে এবং আমার পরিবারকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। প্রাণভয়ে পালিয়ে বেড়াচ্ছি।”
অন্যদিকে, নবগঠিত কমিটির সভাপতি আব্দুল্লাহ আল জায়েদ এসব অভিযোগ অস্বীকার করে বলেন,
“আমি আগের কমিটির সদস্য ছিলাম, আন্দোলনে গুলিবিদ্ধ হয়েছি, লাঞ্ছনার শিকার হয়েছি। তবু ছাত্রদল ছাড়িনি। অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।”
উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. সুজন খান বলেন,
“কেন্দ্রীয় ও জেলা কমিটি যথাযথ যাচাই-বাছাই করেই নতুন কমিটি ঘোষণা করেছে। কিছু নেতাকে জোরপূর্বক পদত্যাগ করানো হয়েছে, যা সাংগঠনিক কার্যক্রমে বাধা সৃষ্টি করছে। সবাইকে শান্ত থাকার আহ্বান জানাই।”
জেলা ছাত্রদলের সভাপতি আরিফুর রহমান জানান,
“আমরা এখনো কোনো পদত্যাগপত্র পাইনি। তারা কেন পদত্যাগ করল, সেটাও জানা নেই।”
এর আগে শনিবার (২২ ফেব্রুয়ারি) জেলা ছাত্রদলের সভাপতি ও সম্পাদক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আব্দুল্লাহ আল জায়েদকে সভাপতি এবং মো. রবিউল ইসলাম রিমন মোল্লাকে সাধারণ সম্পাদক করে ছয় সদস্যের কমিটি ঘোষণা করা হয়।
সংগঠনের অভ্যন্তরীণ এই অস্থিরতা নিয়ে স্থানীয় ছাত্রদল কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।