মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন নাহিদ ইসলাম। জানা গেছে, বেলা আড়াইটায় যমুনার সামনে এ বিষয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে পারেন।
গত কয়েকদিন ধরেই তার পদত্যাগ নিয়ে নানা গুঞ্জন চলছিল। শোনা যাচ্ছিল, নতুন রাজনৈতিক দলের নেতৃত্বে আসতে পারেন তিনি। নাহিদ ইসলামও ইঙ্গিত দিয়েছিলেন, পদত্যাগের পরই নতুন দলে যোগ দেবেন। অবশেষে তার পদত্যাগের মাধ্যমে সেই গুঞ্জনের অবসান ঘটল। ধারণা করা হচ্ছে, ছাত্রদের নতুন রাজনৈতিক দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব নিতে পারেন তিনি।
এদিকে, জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক সারজিস আলম জানিয়েছেন, আগামী ২৮ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে ছাত্রদের নতুন রাজনৈতিক দল।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, “আগামী ২৮ ফেব্রুয়ারি বিকেল ৩টায় মানিক মিয়া অ্যাভিনিউতে নতুন দল আত্মপ্রকাশ করবে এবং শপথ গ্রহণ করবে।”
জাতীয় নাগরিক কমিটির নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক সূত্র জানিয়েছে, নতুন রাজনৈতিক দলের আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলামের নাম প্রায় চূড়ান্ত। এছাড়া, দলের সদস্যসচিব পদে জাতীয় নাগরিক কমিটির বর্তমান সদস্যসচিব আখতার হোসেনের নাম চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।