১৪ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই জিলকদ, ১৪৪৬ হিজরি

আসিফ-মাহফুজের পদত্যাগ নিয়ে যা বললেন নাহিদ

নতুন রাজনৈতিক দলে যোগদানের অভিপ্রায় জানিয়ে পদত্যাগ করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। তবে সরকারে থাকা ছাত্র উপদেষ্টাদের মধ্যে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম পদত্যাগ করবেন কি না, তা এখনো নিশ্চিত নয়।

পদত্যাগের পর মঙ্গলবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাহিদ ইসলাম বলেন, “বিচার ও সংস্কারের প্রতিশ্রুতি নিয়ে সরকার গঠিত হয়েছিল। ছাত্ররা যে প্রত্যাশা নিয়ে সরকারে এসেছিল, তা বাস্তবায়নের জন্য আসিফ ও মাহফুজ এখনো দায়িত্ব পালন করে যেতে চান। তারা মনে করছেন, সরকারে থেকেই জনগণের জন্য কাজ করা সম্ভব। তবে তারা যদি রাজনীতিতে সরাসরি সম্পৃক্ত হওয়ার প্রয়োজন বোধ করেন, তখন পদত্যাগের সিদ্ধান্ত নেবেন।”

তিনি আরও বলেন, “স্বৈরাচারবিরোধী আন্দোলনের মাধ্যমে যে ছাত্র-জনতার শক্তি তৈরি হয়েছে, তা সংহত করার জন্য আমি মনে করেছি, সরকারের চেয়ে রাজপথে আমার ভূমিকা বেশি প্রয়োজন। আমাদের সহযোদ্ধারাও এই সিদ্ধান্তকে সমর্থন করেছেন। সেই চিন্তা থেকেই আমি পদত্যাগ করেছি।”

গত ছয় মাসের অভিজ্ঞতা সম্পর্কে তিনি বলেন, “আমি ও আমার সহকর্মীরা নিজেদের সর্বোচ্চ চেষ্টা করেছি। নির্ধারিত মন্ত্রণালয়ের দায়িত্ব ছাড়াও অতিরিক্ত অনেক দায়িত্ব পালন করতে হয়েছে। আমাদের কাজের কিছু ফলাফল জনগণ শিগগিরই দেখতে পাবে। তবে ছয় মাস সময় খুবই অল্প, তাই মূল্যায়ন করার দায়িত্ব জনগণের।”

নাহিদ ইসলাম আরও বলেন, “নতুন রাজনৈতিক শক্তি ও দল গঠনের যে উদ্যোগ নেওয়া হচ্ছে, তাতে অংশ নেওয়ার অভিপ্রায় আমার আছে। জনগণের সঙ্গে থেকে তাদের ঐক্যবদ্ধ করা এবং গণঅভ্যুত্থানের প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য আমি রাজপথে কাজ করতে চাই। সেই লক্ষ্যেই সরকার থেকে সরে দাঁড়িয়েছি।”

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

হঠাৎ অটোরিকশা বন্ধে কঠোর সিদ্ধান্ত নিয়েছেন (ডিএনসিসি)

মাহমুদুর রহমান নাঈম, ঢাকা প্রতিনিধি: রাজধানী ঢাকায় ব্যাটারিচালিত অবৈধ রিকশা বন্ধে কঠোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।ইতোমধ্যে এই রিকশার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা

ঢাকা ও আশেপাশের এলাকায় সেনাবাহিনীর তৎপরতা বৃদ্ধি: যোগাযোগের নম্বর প্রকাশ

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ সেনাবাহিনী তাদের তৎপরতা জোরদার করেছে। জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা নিশ্চিত করতে বিভিন্ন স্থানে সেনা ক্যাম্প স্থাপন করা

মমতাজের ৭ দিনের রিমান্ড চাইবে পুলিশ

মাহমুদুর রহমান নাঈম, ঢাকা প্রতিনিধিঃ মিরপুর থানার একটি হত্যা মামলায় মানিকগঞ্জ-২ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় সংগীত শিল্পী মমতাজ বেগমের ৭ দিনের

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের চট্টগ্রাম সফর

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস প্রথমবারের মতো চট্টগ্রাম সফরে আসছেন। বুধবার তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পঞ্চম সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে

Scroll to Top