মোঃ সাজেল রানা, রংপুর প্রতিনিধিঃ
উত্তর বঙ্গের অক্সফোর্ড খ্যাত এবং শতবর্ষী ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান কারমাইকেল কলেজ দীর্ঘ প্রতীক্ষার পর আগামী ২৭ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দে তার ঐতিহাসিক “শতাব্দী ভবন” এর শুভ উদ্বোধন করতে যাচ্ছে। উদ্বোধন অনুষ্ঠানটি দুপুর ১২:০০ টায় অনুষ্ঠিত হবে। ইনশাআল্লাহ, এটি কলেজের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করবে।
১৯১৬ সালে প্রতিষ্ঠিত কারমাইকেল কলেজের ১০০ বছরের পথচলায় শিক্ষা ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় অসামান্য ভূমিকা রয়েছে। রংপুর শহরের কোলাহলমুক্ত লালবাগ এলাকার ৯ শত বিঘা জমির উপর এক মনোরম পরিবেশে কলেজটি স্থাপিত হয়। এর প্রতিষ্ঠা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগে, যা ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। রংপুর জেলা যে বাংলার ব্রিটিশ-বিরোধী এবং পাকিস্তান-বিরোধী আন্দোলনের প্রাণকেন্দ্র হিসেবে স্বীকৃত, কারমাইকেল কলেজ তার অংশীদার।
কলেজটির ইতিহাসে রংপুরের রাজনৈতিক ও সাংস্কৃতিক আন্দোলনগুলো যেমন ফকির-সন্ন্যাসী বিদ্রোহ, রংপুর বিদ্রোহ, ভাষা আন্দোলন, শিক্ষা আন্দোলন, গণঅভ্যুত্থান, এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সঙ্গে সম্পর্কিত রয়েছে, তেমনই এখানে নারীমুক্তির অগ্রদূত বেগম রোকেয়ার স্মৃতি এবং ভাওয়াইয়া গানের ঐতিহ্যও লুকিয়ে রয়েছে।১৯১৬ সালে কারমাইকেল কলেজ কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রতিষ্ঠিত হলেও, সময়ের সাথে সাথে এটি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়ে গুরুত্বপূর্ণ পাঠদান কার্যক্রম চালিয়ে আসছে। বর্তমানে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এই কলেজে ১৭টি বিষয়ে অনার্স এবং ১৫টি বিষয়ে স্নাতকোত্তর কোর্স চালু রয়েছে। এছাড়াও ২০১১-২০১২ শিক্ষাবর্ষ থেকে ১৪ বছর পর উচ্চমাধ্যমিক কোর্স পুনরায় চালু করা হয়েছে।
এমতাবস্থায়, “শতাব্দী ভবন” এর উদ্বোধন কলেজটির ইতিহাসে এক নতুন মাত্রা যোগ করবে। কলেজের ছাত্র-শিক্ষকসহ সকল সদস্যদের জন্য এটি এক ঐতিহাসিক মাইলফলক, যা প্রতিষ্ঠানটির আগামীদিনের শিক্ষার মান এবং সংস্কৃতির অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।