ভারতের পশ্চিমবঙ্গের মালদহ জেলার হরিশ্চন্দ্রপুরের রসিদাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান লাভলি খাতুনকে ‘বাংলাদেশি’ অভিযোগে তার পদ থেকে অপসারণ করা হয়েছে। স্থানীয় প্রশাসন তার ওবিসি সার্টিফিকেট বাতিল করে দেওয়ার পর এ সিদ্ধান্ত নেয়।
সোমবার (২৫ ফেব্রুয়ারি) হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানানো হয়, লাভলি খাতুন ভুয়া নথি ব্যবহার করে ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগও উঠেছে। যদিও এ বিষয়ে পুলিশের পদক্ষেপ এখনো স্পষ্ট নয়।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, সার্টিফিকেট বাতিল হওয়ার পর লাভলির পঞ্চায়েত সদস্য এবং প্রধানের পদ যাওয়াটা আনুষ্ঠানিকতার অংশ ছিল। ইতোমধ্যে উপ-প্রধানকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
এর আগে, লাভলি খাতুনকে ‘বাংলাদেশি’ উল্লেখ করে এক পরাজিত প্রার্থী কলকাতা হাইকোর্টে মামলা করেন। আদালতের নির্দেশে মহকুমা প্রশাসক তদন্ত করেন এবং ২৯ জানুয়ারি তার ওবিসি সার্টিফিকেট বাতিল করা হয়।
প্রশাসনের তদন্তে উঠে এসেছে, তার আসল নাম নাসিয়া শেখ এবং তিনি অনুপ্রবেশের পর ২০১৫ সালে ভারতের ভোটার তালিকায় নাম লেখান। স্থানীয়দের দাবি, ২০১৮ সালে তিনি ভুয়া জন্মসনদ তৈরি করেন এবং নিজেকে ভারতীয় নাগরিক হিসেবে পরিচয় দেন।
এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেছেন এবং পুরো বিষয়টি নিয়ে তদন্তের দাবি জানিয়েছেন।