মোঃ নাঈম ইসলাম, গুরুদাসপুর প্রতিনিধিঃ
গুরুদাসপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে মঙ্গলবার, সকাল ১০ ঘটিকায় নাজিরপুর ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
সকাল থেকে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যার মধ্যে দৌড়, লং জাম্প, উচ্চ লাফ, রিলে দৌড়সহ নানা ইভেন্ট ছিলো। প্রতিযোগিতায় শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোঃ ওয়াহিদ মুরাদ লাবু, সভাপতি, নাজিরপুর ডিগ্রি কলেজ।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন: মোঃ আমিনুল ইসলাম, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত): নাজিরপুর ডিগ্রি কলেজ। এছারাও উপস্থিত ছিলেন, মোঃ হারুন অর-রশিদ, সহকারী অধ্যক্ষ, নাজিরপুর ডিগ্রি কলেজ, মোঃ আরিফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক, স্বেচ্ছাসেবক দল, নাজিরপুর ইউনিয়ন,, আরিফুল ইসলাম রবিউল, সদস্য সচিব, গুরুদাসপুর উপজেলা ছাত্রদল।
বিকেল ৩ ঘটিকায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয় এবং একই সঙ্গে নাজিরপুর ইউনিয়ন নব গঠিত ছাত্রদল কমিটির সদস্যদের ফুল দিয়ে বরন করেন, মোঃ ওয়াহিদ মুরাদ লাবু, সভাপতি, অত্র কলেজ ও আমিনুল ইসলাম, অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ । সদস্যরা হলেন: মোহাম্মদ সৌরভ হোসেন, সভাপতি, নাজিরপুর ডিগ্রী কলেজ ছাত্রদল, মোঃ সিয়াম মাহমুদ, সহ-সভাপতি, মোঃ সজীব আলী, সাধারণ সম্পাদক, মোঃ মিলন আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ মেহেরাজ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ রিজবী আহমেদ, সাংগঠনিক সম্পাদক, ইয়াসিন আরাফাত, প্রচার সম্পাদক।
বরণ পর্ব শেষে এক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।