বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেছেন যে, গত ১৫ বছরে দেশের শেয়ারবাজারকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হয়েছে।
তিনি বলেন, “বাংলাদেশে কখনোই শেয়ারবাজারকে অর্থনীতির প্রধান চালিকাশক্তি হিসেবে বিবেচনা করা হয়নি। অথচ সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে এটি অর্থনীতির বড় ভূমিকা রাখতে পারতো। কিন্তু আমরা দেখেছি, কীভাবে শেয়ারবাজারকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে।”
বুধবার (২৬ ফেব্রুয়ারি) ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) আয়োজিত ‘বাংলাদেশ ক্যাপিটাল মার্কেটের বর্তমান অবস্থা ও উন্নয়নের পথ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাজধানীর নিকুঞ্জে ডিএসই ভবনে অনুষ্ঠিত এই সেমিনারে সভাপতিত্ব করেন ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম। এছাড়া, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
আমীর খসরু বলেন, “ভবিষ্যতে যদি নির্বাচিত সরকার আসে, তাহলে শেয়ারবাজারকে স্বচ্ছভাবে পরিচালনার উদ্যোগ নেওয়া হবে। একটি সুষ্ঠু ও জবাবদিহিমূলক বাজার ব্যবস্থা তৈরি হলে সাধারণ মানুষও বিনিয়োগে আস্থা পাবে এবং এটি দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।”
তিনি আরও বলেন, “আমরা পুঁজিবাজারকে নিয়ন্ত্রণমুক্ত করার বিষয়ে গুরুত্ব দিচ্ছি। নিয়ন্ত্রক সংস্থাগুলো স্বাধীনভাবে কাজ করতে পারলেই কেবল বাজারে স্বচ্ছতা নিশ্চিত হবে।”
তিনি পুঁজিবাজারে দুর্নীতি ও লুটপাটের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। “যারা শেয়ারবাজার লুট করেছে, তাদের আইনের আওতায় আনতে হবে। কারণ, তাদের কারণে অনেক বিনিয়োগকারী সর্বস্বান্ত হয়েছেন, অনেকেই আত্মহত্যা করেছেন,” বলেন তিনি।
এছাড়া, বিএসইসির সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী বলেন, “গত ১৫ বছরে শেয়ারবাজার নানা সংকটের মধ্যে দিয়ে গেছে। ২০১০ সালের ধসের পর বাজারকে স্থিতিশীল করার নামে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে, যা দীর্ঘমেয়াদে আরও ক্ষতি করেছে।”