মোঃ সাজেল রানা, লালমনিরহাট প্রতিনিধিঃ
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ঘোষণা করা হয়েছে। নতুন কেন্দ্রীয় কমিটির সদস্যদের মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে অভিষিক্ত হয়েছেন তরুণ ও উদ্যমী নেতৃবৃন্দ।
আজ প্রকাশিত কমিটির তালিকা অনুযায়ী, আবু বাকের মজুমদার আহ্বায়ক, জাহিদ আহসান সদস্য সচিব, রিফাত রশীদ সিনিয়র যুগ্ম-সদস্য সচিব, তৌহিদ মোহাম্মদ সিয়াম সিনিয়র যুগ্ম-আহ্বায়ক, তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী মুখ্য সংগঠক, এবং আশরেফা খাতুন মুখপাত্র হিসেবে নিযুক্ত হয়েছেন।
নবনির্বাচিত কমিটির সদস্যরা ছাত্রসমাজের অধিকার, শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং বৈষম্য দূরীকরণের লক্ষ্যে নিজেদের শক্তিশালী ভূমিকা পালন করবেন বলে জানিয়েছেন। এই কমিটি দেশজুড়ে ছাত্রদের মধ্যে নতুন রাজনৈতিক দল হিসেবে ব্যাপক প্রচারণা চালাবে এবং বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে নতুন দিশা দেখাবে।
নতুন কমিটির সদস্যরা বলেন, “আমরা দেশের ছাত্রদের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করব । আমাদের লক্ষ্য হবে একটিভ রাজনৈতিক আদর্শের মাধ্যমে একটি ন্যায়সংগত ও সাম্যপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করা।”
নতুন এই কেন্দ্রীয় কমিটি ছাত্রসমাজের স্বার্থে এবং দেশের উন্নতির জন্য নিবেদিতভাবে কাজ করবে বলে জানিয়েছেন তারা।