মোঃ সাজেল রানা, প্রতিনিধি | দৈনিক আমার বাংলাদেশ
নানান কল্পনা ও জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করা হয়েছে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে মোট ১৯টি বিশ্ববিদ্যালয় গুচ্ছভুক্ত (GST) করা হয়েছে, যেখানে শিক্ষার্থীরা আগামী শিক্ষাবর্ষে ভর্তি হতে পারবেন।
গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ের তালিকা:
১. মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
২. নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
৩. পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
৪. জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
৫. যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
৬. বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়
৭. পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
৮. জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
৯. বরিশাল বিশ্ববিদ্যালয়
১০. রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
১১. রবীন্দ্র বিশ্ববিদ্যালয়
12. বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি
১৩. নেত্রকোণা বিশ্ববিদ্যালয়
১৪. কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়
১৫. চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
১৬. সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
১৭. পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
১৮. ইসলামী বিশ্ববিদ্যালয়
১৯. গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
এই তালিকা অনুযায়ী, সারা দেশের শিক্ষার্থীরা এবার গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছেন। এটি শিক্ষাক্ষেত্রে একটি বড় পরিবর্তন আনবে, যার ফলে দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থীরা কেন্দ্রীয় ভর্তি পরীক্ষার মাধ্যমে প্রতিযোগিতামূলক ও স্বচ্ছ প্রক্রিয়ায় ভর্তি হতে পারবেন।