৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৬ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

কুবি হাল্ট প্রাইজে ২০২৪-২০২৫ এর সমাপনী ২৮ ফেব্রুয়ারী 

কুবি প্রতিনিধিঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ‘হাল্ট প্রাইজ অন ক্যাম্পাস ২০২৪-২৫’ প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২৮ ফেব্রুয়ারি (শুক্রবার) ব্যবসায় শিক্ষা অনুষদের কনফারেন্স রুমে এটি অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) বিষয়টি নিশ্চিত করেছেন হাল্ট প্রাইজ কুবির ডিরেক্টর মুজাহীদুল ইসলাম।

হাল্ট প্রাইজ, কুবি’র আয়োজকদের দেওয়া তথ্যমতে, গত ১৮ ডিসেম্বর শুরু হওয়া রেজিস্ট্রেশন পর্বে ১২৭টি দল অংশগ্রহণ করে। প্রথম রাউন্ডের প্রতিযোগিতায় আইডিয়া সাবমিশন শেষে ১৭টি দলকে দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ হওয়ার সুযোগ দেওয়া হয় যেখানে প্রতিযোগীরা পাওয়ারপয়েন্ট স্লাইডের মাধ্যমে তাদের আইডিয়া উপস্থাপন করে। সেমিফাইনাল থেকে বিভিন্ন প্রতিযোগিতাপূর্ণ ধাপ পার হয়ে, যাচাই-বাছাইয়ের পর সাতটি দল ফাইনালে জায়গা করে নেয়। যারা আগামী ২৮ ফেব্রুয়ারি প্রতিযোগিতা করবে। উক্ত দল সাতটি হলো – টিম ভিশনারি, ভিশনারি মার্কেটার্স, টিম এরোমা, টিম গ্লো লিফ, টিম সিলথেরিয়া, টিম ডাল-ভাত ও টিম শতরঞ্জী।

উক্ত অনুষ্ঠানে প্রধান বিচারক হিসেবে উপস্থিত থাকবেন প্রাণ আর এফ এল এর কর্পোরেট ব্র‍্যান্ড ম্যানেজার শেখ হামীম আলী, গোদরেজ বাংলাদেশ লিমিটেডের এরিয়া লিড মো: আরাফাত হোসেন, এবরোড স্টাডি লিমিটেডের ব্রাঞ্চ ম্যানেজার শাহনূর কিবরিয়া সুজন ও লার্নিং মেট এর চীফ এক্সিকিউটিভ অফিসার রাসেল-এ-কাওসার। এছাড়াও অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ, শীর্ষস্থানীয় কর্পোরেট ব্যক্তিত্ব, উদ্যোক্তা ও বিশেষজ্ঞরা উপস্থিত থাকবেন।

‘হাল্ট প্রাইজ কুমিল্লা বিশ্ববিদ্যালয় অন ক্যাম্পাস রাউন্ড-২০২৪-২৫’ এর এসোসিয়েট ও বেভারেজ পার্টনার হিসেবে থাকছে ‘প্রাণ আর এফ এল’। এছাড়াও গিফট পার্টনার হিসেবে থাকছে ‘গোদরেজ’, এসোসিয়েট পার্টনার হিসেবে ‘স্টাডি এবরোড’, নলেজ পার্টনার হিসেবে ‘আইএলএস এক্সিলেন্স’,  ইন্সপায়ারেশন পার্টনার হিসেবে ‘প্রগতি বই ঘর’ ও মিডিয়া পার্টনার হিসেবে থাকছে ‘দ্য বিজনেস স্ট্যান্ডার্ড’, ‘দেশ টিভি’ ও ‘এনটিভি অনলাইন’।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের সি ইউনিট (ব্যবসায় শিক্ষা অনুষদ) এর ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। রবিবার (২৩ মার্চ) বিশ্ববিদ্যালয়টির অফিসিয়াল ওয়েবসাইটে

মুন্সিগঞ্জে সহকারী শিক্ষা কর্মকর্তাদের নবম গ্রেডের দাবিতে স্মারকলিপি প্রদান

তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সিগঞ্জ: ৩০ বছর ধরে থাকা সহকারি উপজেলা শিক্ষা অফিসারের পদটি ১০ ম গ্রেড থেকে ৯ম গ্রেডে উন্নীতকরণের দাবিতে স্মারক লিপি ও সমাবেশ

বিভাগ সংস্কার নিয়ে মুখোমুখি অবস্থানে ইবির আল-ফিকহ্ বিভাগের দুই পক্ষ

ওবাইদুল্লাহ আল মাহবুব, ইবি প্রতিনিধিঃ কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগ সংস্কারের নিয়ে পাল্টাপাল্টি মানববন্ধন করেছে বিভাগের দু-পক্ষের শিক্ষার্থীরা।একটি পক্ষ বিভাগের নাম

বার কাউন্সিল পরীক্ষার ফি কমানোর দাবিতে ইবিতে ফের মানববন্ধন

ওবাইদুল্লাহ আল মাহবুব, ইবি প্রতিনিধিঃ বাংলাদেশ বার কাউন্সিলের এনরোলমেন্ট পরীক্ষায় অতিরিক্ত ও বৈষম্যমূলক ফি নির্ধারণের প্রতিবাদে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা পরীক্ষা ফি ৪

Scroll to Top