আরিফুল ইসলাম, চট্টগ্রাম প্রতিনিধিঃ
সম্প্রতি প্রকাশিত বুয়েট ভর্তি পরীক্ষার ফলাফলে তোফায়েল প্রথম স্থান অর্জন করেছেন, আর এর আগেই মেডিকেল ভর্তি পরীক্ষায় সানজিদ পেয়েছিলেন দ্বিতীয় স্থান। চট্টগ্রাম কলেজের দুই প্রতিভাবান শিক্ষার্থী তোফায়েল ও সানজিদ দেশের সর্বোচ্চ দুটি ভর্তি পরীক্ষায় অসাধারণ সাফল্য দেখিয়ে সবাইকে চমকে দিয়েছেন।
একই কলেজ, একই বন্ধুত্বের বাঁধন—এই দুই বন্ধু তাদের কঠোর পরিশ্রম, মেধা এবং অধ্যবসায়ের মাধ্যমে দেশের দুই শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন। শিক্ষাজীবনে তারা একে অপরকে সবসময় সহায়তা করেছেন এবং একসঙ্গে স্বপ্ন দেখেছেন বড় কিছু করার।
তাদের এই সাফল্যে চট্টগ্রাম কলেজ, শিক্ষক, পরিবার এবং বন্ধুমহলে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। শিক্ষার্থীদের জন্য তারা অনুপ্রেরণা হয়ে উঠেছেন, যারা ভবিষ্যতে উচ্চশিক্ষার জন্য নিজেদের প্রস্তুত করছে।