কুবি প্রতিনিধিঃ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) হাল্ট প্রাইজ অন ক্যাম্পাস রাউন্ড ২০২৫ প্রতিযোগিতার ফাইনাল সম্পন্ন হয়েছে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে টিম ডাল-ভাত। প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছে টিম ভিশনারি মার্কেটার্স এবং দ্বিতীয় রানারআপ হয়েছে টিম অ্যারোমা।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ব্যবসায় শিক্ষা অনুষদের কনফারেন্স রুমে প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি জাওয়াদ উর রাকিন খান, হুরে জান্নাত অর্না এবং আনিকা তাবাসসুম সাদিয়ার সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মেহের নিগারের উপস্থিতিতে সকাল দশটায় শুরু হয়।
উক্ত অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন প্রাণ আরএফএল-র কর্পোরেট ব্র্যান্ড ম্যানেজার শেখ হামীম আলী, গোদরেজ বাংলাদেশ লিমিটেডের এরিয়া লিড মো. আরাফাত হোসেন, এবরোড স্টাডি লিমিটেডের ব্রাঞ্চ ম্যানেজার শাহনূর কিবরিয়া সুজন।
প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে সাতটি দল অংশগ্রহণ করে। দল সাতটি হলো টিম ভিশনারি, ভিশনারি মার্কেটার্স, টিম এরোমা, টিম গ্লো লিফ, টিম সিলথেরিয়া, টিম ডাল-ভাত ও টিম শতরঞ্জী।
বিজয়ী দলের টিম লিডার রিয়াদ হোসাইন বলেন, ‘হাল্ট প্রাইজ কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ। আমি জীবনে কখনো প্রথম হতে পারি নাই। গতবার হাল্ট প্রাইজে আমার দল দ্বিতীয় হয়েছিল। এবার এট লাস্ট আমি এবং আমার টিম বিজয়ী হয়েছি।’
গোদারেজ গ্রুপের বাংলাদেশ এরিয়া ম্যানেজার মোহাম্মদ আরাফাত হোসাইন বলেন, ‘বর্তমানে তথ্যই সম্পদ। যার কাছে যতবেশি তথ্য আছে সে তত বেশিই সমৃদ্ধ। আজকে এখানে অনেকগুলো গ্রুপ তাদের ইউনিক আইডিয়াগুলো শেয়ার করছে যেটা অত্যন্ত প্রশংসনীয়। তাদদেই ইউনিক আইডিয়াগুলো বাস্তবায়নে অনেক চ্যালেঞ্জও থাকবে অবশ্যই। তবে এক্ষেত্রে টাইম ম্যানেজমেন্টটা গুরুত্বপূর্ণ। সময়ের সঠিক ব্যাবহার করে এবং শৃঙ্খলা ম্যান্টেইন করে সঠিক পরিকল্পনা অনুযায়ী কাজ করলে তবেই সফলতা ধরা দিবে।’
প্রাণ আরএফএল গ্রুপের কর্পোরেট ব্র্যান্ড ম্যানেজার শেখ হামিম আলী বলেন,’হাল্ট প্রাইজ কুমিল্লা বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত গ্রান্ড ফাইনালে তরুণ উদ্যোক্তাদের ইউনিক আইডিয়াগুলো দেখে ভালো লাগছে। তবে আমার একটা অনুরোধ থাকবে তরুণ উদ্যোক্তারা যাতে এসডিজির লক্ষ্যের দিকে ফোকাস করে। নতুন পরিকল্পনা বাস্তবায়ন করতে গিয়ে যাতে এসডিজির কোনো লক্ষ্যের সাথে সাংঘর্ষিক না হয়।’
তিনি আরো বলেন,’আজকে যারা এখানে চ্যাম্পিয়ন, তাদের সাথে আমরা প্রাণ আরএফএল গ্রুপ কাজ করার চেষ্টা করব।’
প্রতিযোগিতার আয়োজন নিয়ে হাল্ট প্রাইজ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ডিরেক্টর মুজাহীদুল ইসলাম চৌধূরী বলেন, ‘৫ম বারের মতো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজ প্রতিযোগিতা আয়োজিত হয়। গত ১৮ই ডিসেম্বর শুরু হওয়া এই প্রোগ্রামে প্রায় ১১৭টি টিম রেজিষ্ট্রেশন করেছিল। ১০৪টি টিম প্রথম রাউন্ডে তাদের আইডিয়া সাবমিট করেছিল এবং সেখান থেকে যোগ্যতার ভিত্তিতে ১৭টি টিম সেমি ফাইনালে কোয়ালিফাই করে এবং সবশেষে ৭টি টিম ফাইনালিস্ট হয়েছে। এরই আজকে মধ্যে টিম ‘ডালভাত’ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। এখানে যারা চ্যাম্পিয়ন হয়েছে তারা ন্যাশনাল রাউন্ডে গিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে প্রতিযোগিতা করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে রিপ্রেজেন্ট করবে।’
হাল্ট প্রাইজ কুমিল্লা বিশ্ববিদ্যালয় অন ক্যাম্পাস রাউন্ড-২০২৪-২৫’ এর এসোসিয়েট ও বেভারেজ পার্টনার হিসেবে ছিল ‘প্রাণ আর এফ এল’। এছাড়াও গিফট পার্টনার হিসেবে ‘গোদরেজ’, এসোসিয়েট পার্টনার হিসেবে ‘স্টাডি এবরোড’, নলেজ পার্টনার হিসেবে ‘আইএলএস এক্সিলেন্স’, ইন্সপায়ারেশন পার্টনার হিসেবে ‘প্রগতি বই ঘর’ ও মিডিয়া পার্টনার হিসেবে ‘দ্য বিজনেস স্ট্যান্ডার্ড’, ‘দেশ টিভি’ ও ‘এনটিভি অনলাইন’।