মোঃ সাজেল রানা, লালমনিরহাট প্রতিনিধিঃ
ঢাকা, ২৮ ফেব্রুয়ারি ২০২৫ (বৃহস্পতিবার): জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর চূড়ান্ত কমিটির একাংশ ঘোষণা করা হয়েছে। নতুন এই কমিটিতে পার্টির নেতৃবৃন্দ দায়িত্ব গ্রহণ করেছেন। আজ ঘোষিত কমিটি দেশের বিভিন্ন অঞ্চলের দায়িত্বশীল নেতাদের সমন্বয়ে গঠিত এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নতুন নেতৃত্ব আসছে।
নতুন কমিটির ঘোষিত সদস্যরা হলেন:
– আহ্বায়ক: নাহিদ ইসলাম
– সদস্য সচিব: আখতার হোসেন
– মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল): সারজিস আলম
– মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল): হাসনাত আবদুল্লাহ
– মুখ্য সমন্বয়ক: নাসীরুদ্দীন পাটোয়ারী
সিনিয়র যুগ্ম আহ্বায়ক:
– সামান্তা শারমিন
– আরিফুল ইসলাম আদীব
সিনিয়র যুগ্ম সদস্য সচিব:
– তাসনিম জারা
– নাহিদা সারওয়ার নিভা
যুগ্ম মুখ্য সমন্বয়ক:
– আব্দুল হান্নান মাসউদ
এই কমিটি পার্টির কার্যক্রম আরও গতিশীল করতে এবং দেশের জনগণের সাথে সরাসরি যোগাযোগ রক্ষায় কাজ করবে। নতুন কমিটি সমগ্র দেশব্যাপী সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে আরও কার্যকর ভূমিকা পালন করবে, এমন আশা ব্যক্ত করেছেন পার্টির নেতারা।
এনসিপি তাদের কার্যক্রমের মাধ্যমে জনগণের উন্নয়ন ও কল্যাণে নিবেদিত থাকতে প্রতিশ্রুতিবদ্ধ, এবং নতুন নেতৃত্বে পার্টি এক নতুন দিগন্তে পৌঁছানোর প্রত্যাশা করছে।