মোঃ সাজেল রানা, রংপুর প্রতিনিধিঃ
ঢাকা, ২৮ ফেব্রুয়ারি ২০২৫ (বৃহস্পতিবার): অনেক শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজসমূহে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষে ভর্তির প্রাথমিক আবেদন করতে পারেননি। তাদের সুবিধার্থে আবেদনের সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে। তবে, ভর্তি পরীক্ষার নির্ধারিত তারিখ ৩ মে ২০২৫ পরিবর্তন করা হয়নি।
প্রাথমিক আবেদন গ্রহণের সময়সীমা ২০ মার্চ ২০২৫ রাত ১২টা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। আবেদনকারীরা নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া শেষে, শিক্ষার্থীদের নির্ধারিত কলেজের মোবাইল ব্যাংকিং মাধ্যমের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে। আবেদন ফি পরিশোধের পর শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার জন্য প্রয়োজনীয় তথ্য জানিয়ে দেওয়া হবে।
তবে, পরীক্ষা তারিখে কোনো পরিবর্তন আসেনি। ৩ মে ২০২৫ তারিখে যথারীতি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আবেদনকারীরা সময়মতো আবেদন করে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে পারবেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, আবেদন ফি পরিশোধের জন্য মোবাইল ব্যাংকিং মাধ্যমটি নির্দিষ্ট কলেজ কর্তৃপক্ষের নির্দেশনায় পরিশোধ করতে হবে।