মোঃ সাজেল রানা, অন-লাইন প্রতিনিধিঃ
ঢাকা, ০৩ মার্চ ২০২৫ (সোমবার): বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি আজ তিন দিনের সরকারি সফরে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। সফরকালে তিনি সেখানে নিয়োজিত বাংলাদেশী কন্টিনজেন্টসমূহ এবং সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে অবস্থানরত বাংলাদেশী শান্তিরক্ষীদের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করবেন।
এছাড়াও, সেনাবাহিনী প্রধান সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের জনসাধারণের সেবার উদ্দেশ্যে বাংলাদেশ সেনাবাহিনী শান্তিরক্ষী কর্তৃক নির্মিত একটি কমিউনিটি ক্লিনিকের শুভ উদ্বোধন করবেন।
এ বিষয়ে জানা যায়, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর পাঁচটি কন্টিনজেন্ট শান্তিরক্ষা মিশনে নিয়োজিত রয়েছে। ২০১৪ সাল থেকে এখন পর্যন্ত ৯৯৬১ জন সেনাসদস্য শান্তিরক্ষী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং আফ্রিকার এই সংঘাতপূর্ণ দেশে শান্তিরক্ষা কার্যক্রমে নিয়োজিত অবস্থায় ১১ জন সেনাসদস্য জীবন উৎসর্গ করেছেন।
এ সফরের মাধ্যমে সেনাবাহিনী প্রধান বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষা মিশনের অবদান এবং সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে দেশের জন্য তাদের কাজের মূল্যায়ন করতে চান।