মোঃ সাজেল রানা, অন-লাইন প্রতিনিধিঃ
অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্রভিত্তিক একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, “শেখ হাসিনা সহ ফ্যাসিবাদের সকল দোসরকে বিচারের আওতায় আনা হবে।”
তিনি আরো বলেন, “বিগত সরকারের শাসনব্যবস্থা দেশের গণতন্ত্রের জন্য এক বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছিল। ফ্যাসিবাদী শক্তির মাধ্যমে মানুষের অধিকার হরণ এবং আইনের শাসনকে অকার্যকর করা নেওয়া হয়েছিল।সেই অবস্থা থেকে মুক্তি পেতে সরকারের সকল পদক্ষেপ এবং রাজনৈতিক দমননীতি তদন্ত করে বিচারের মুখোমুখি করা হবে।”
ড. ইউনুস তাঁর বক্তব্যে বলেন, “বাংলাদেশের মানুষ আর ওই শাসনকে মেনে নেয় নি। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য সংগ্রাম চালিয়ে যাব।”
তিনি আরো যোগ করেন, “যারা জনগণের বাক স্বাধীনতা, মানবাধিকার এবং মৌলিক অধিকারকে দমন করেছিল, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে।”
এছাড়া, ড. মুহাম্মদ ইউনুস সরকারকে অবিলম্বে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করে এবং দ্রুত নির্বাচন অনুষ্ঠানের আহ্বান হবে বলে জানান।