১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ১২ই রমজান, ১৪৪৬ হিজরি

অতিরিক্ত ফি কমাতে রাজশাহী কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ

মো. আবু রায়হান, রাজশাহী কলেজ প্রতিনিধিঃ

রাজশাহী কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণের ফি’র পরিমাণ অন্যান্য সরকারি কলেজের তুলনায় কয়েকগুণ বেশি নেওয়ার অভিযোগের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালনরত শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মু. যহুর আলী। পরবর্তীতে শিক্ষার্থীদের সাথে আলোচনায় বসে ফি কমানোর আশ্বাস দিয়েছেন কলেজ অধ্যক্ষ।

বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল ১১ টায় রাজশাহী কলেজের প্রশাসন ভবনের সামনে ফরম পূরণের জন্য অতিরিক্ত ফি ধার্য করার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

বিক্ষোভ কর্মসূচিতে আন্দোলনরত শিক্ষার্থীরা দাবি করেন, অন্যান্য সরকারি কলেজের তুলনায় রাজশাহী কলেজ অতিরিক্ত ফি আদায় করছে। এর পরিপ্রেক্ষিতে আমরা কয়েকদিন হতে এর প্রতিবাদ করে আসছি। কিন্তু তারপরও কলেজ প্রশাসনের পক্ষ থেকে আমাদের কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। ফলে আজকে আমরা এই কর্মসূচি দিতে বাধ্য হয়েছি।

এছাড়া শিক্ষার্থীরা আরো বলেন, দ্রুত সময়ের মধ্যে কলেজ কর্তৃপক্ষ কোন সিদ্ধান্ত না নিলে তারা কঠোর আন্দোলন করার ঘোষণা দিতে বাধ্য হবেন।

বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা কলেজ অধ্যক্ষর কার্যালয়ে ঢুকে বিভিন্ন স্লোগান ও ফি কমানোর দাবি জানাতে থাকেন। শিক্ষার্থীরা এসময় কলেজ অধ্যক্ষর কাছে জানতে চাই কেনো কলেজ প্রশাসন এতো ফি নিচ্ছে এবং কোন কোন খাতে খরচ দেখিয়ে ফি নির্ধারণ করা হয়েছে সেগুলো কিভাবে খরচ হয় তা সম্পর্কে জানতে চাওয়া হয়।

এ সময় কলেজ অধ্যক্ষ শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে কয়েকজন ছাত্র প্রতিনিধি নিয়ে আলোচনায় বসার কথা জানান। অধ্যক্ষর এমন কথায় শিক্ষার্থীর ক্ষুব্ধ হয়ে বলতে থাকেন সবার সাথে বসেই আলোচনা করতে হবে। পরবর্তীতে অধ্যক্ষ ও বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ কলেজের শিক্ষক মিলনায়তনে শিক্ষার্থীদের সাথে আলোচনায় বসেন।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ (আবির), রাজশাহী কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রদল ও ছাত্রশিবিরের অন্যান্য নেতৃবৃন্দসহ কলেজে সাধারণ শিক্ষার্থীরা।

উল্লেখ্য এর আগে রাজশাহী কলেজ প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩ মার্চ থেকে ১৩ মার্চ পর্যন্ত ফরম পূরণ চলবে। পরদিন আরেকটি বিজ্ঞপ্তিতে বিষয়ভিত্তিক ফি নির্ধারণ করে দেওয়া হয়। সেখানে দেখা যায়, রাজশাহী কলেজের প্রায় সবগুলো বিষয়ে ৭,৫৯১ টাকা থেকে ৯,১৭১ টাকা পর্যন্ত ফি নির্ধারণ করা হয়েছে।

‎অন্যদিকে, রংপুর কারমাইকেল কলেজে একই কার্যক্রমের জন্য ফি ৪,২৭৫ থেকে ৪,৭৫০ টাকার মধ্যে রাখা হয়েছে। এছাড়া রাজশাহী সরকারি সিটি কলেজেও ১,৮০০ থেকে ২,০০০ টাকা কম নেওয়া হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এবং ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে শিক্ষার্থীরা তাদের দাবি তুলে ধরেন।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

কুবির সাংবাদিকতা বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে উত্তরসহ প্রশ্নফাঁসের অভিযোগ, পরীক্ষা স্থগিত

কুবি প্রতিনিধিঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২০-২১ সেশনের ৩য় বর্ষ ২য় সেমিস্টার ফাইনাল পরীক্ষার উত্তরসহ প্রশ্নফাঁসের অভিযোগ উঠেছে বিভাগটির সহকারী অধ্যাপক কাজী

নজরুল বিশ্ববিদ্যালয়ে দেশজুড়ে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে পথনাটক প্রদর্শন

ইকবাল মাহমুদ, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ সারাদেশে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ধর্ষণবিরোধী ও জনসচেতনতামূলক পথনাটক পরিবেশন করেছে

সিমাগো র‌্যাংকিং ২০২৫: পাবলিক বিশ্ববিদ্যালয়ের শীর্ষে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়

স্পেনের শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান সিমাগো ইনস্টিটিউশন-২০২৫ সালের বিশ্ববিদ্যালয়গুলোর র‌্যাংকিংয়ে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের মাঝে প্রথম ও সারাদেশে দ্বিতীয় অবস্থানে রয়েছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়(সিকৃবি)। সিমাগো চলতি

বিয়ের প্রভোলনে সহপাঠীকে ধর্ষণের অভিযোগে কলেজছাত্র কারাগারে

মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে সহপাঠীকে ধর্ষণ ও গর্ভপাত করানোর অভিযোগে কাজী ফাহাদ (১৮) নামে এক কলেজছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১০ মার্চ)

Scroll to Top