এম,এ,করিম ভূঁইয়া, পরশুরাম প্রতিনিধিঃ
ফেনী পরশুরাম সড়কের পরশুরাম উপজেলার মধ্যে চিথলিয়ায় সমিতি রোড় সংলগ্ন অবস্থিত আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম কলেজ ও চিথলিয়া নাসির উদ্দিন উচ্চ বিদ্যালয় এর অফিস ও কম্পিউটার রুমের তালা ভেঙ্গে নগদ টাকা, ল্যাপটপ,ও মূল্যবান জিনিসপত্র চুরির ঘটনা ঘটেছে। বুধবার ( ৫ই মার্চ) গভীর রাতে তালা ভেঙ্গে পরশুরাম সড়কের পাশে সমিতি রোড সংলগ্ন নামক স্থানে অবস্থিত আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম কলেজের নিচ তলায় তালাকেটে নগদ ৩২ হাজার টাকা এবং একটি ল্যাপটপ নিয়ে যায়। অফিসের গুরুত্বপূর্ণ কাগজপত্র তছনছ করে দেয়।
একই রাতে একই কায়দায় চিথলিয়া নাসির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অফিস ও কম্পিউটার রুমের তালা ভেঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরির ঘটনা ঘটেছে। এই বিষয়ে পরশুরাম মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ নুরুল হাকিম একই রাতে আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম কলেজ ও নাসির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের চুরির বিষয়টি নিশ্চিত বলে জানান। তিনি বলেন পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ জানালে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।