মোঃ সাজেল রানাঃ
আজ ৮ই মার্চ, বিশ্ব নারী দিবস, এই বিশেষ দিনে আমরা সমস্ত সংগ্রামী মুক্তিকামী নারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। নারীরা সমাজে, জীবনের সকল ক্ষেত্রে পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে, তাদের পাশে থেকে কাজ করার জন্য উদ্দীপনা সৃষ্টি করে। নারীরা সেই মহীয়সী ব্যক্তিত্ব যারা হাজার হাজার বীর সৈনিকদের জন্ম দিয়েছেন, যারা আল্লাহ তায়ালার অশেষ সৃষ্টি। যারা আমাদের বাংলা জাতির শ্রেষ্ঠ সন্তানদের জন্ম দিয়েছেন।
আমরা বিশ্বাস করি যে, নারীরা যখন সকল ক্ষেত্রে পুরুষদের পাশে থাকবে, তখন পৃথিবী আরও সুন্দর, আরও সমৃদ্ধ হবে। আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে সুরা নিসায় বলেন:
আন-নিসা : ১৯
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا یَحِلُّ لَكُمْ اَنْ تَرِثُوا النِّسَآءَ كَرْهًا١ؕ وَ لَا تَعْضُلُوْهُنَّ لِتَذْهَبُوْا بِبَعْضِ مَاۤ اٰتَیْتُمُوْهُنَّ اِلَّاۤ اَنْ یَّاْتِیْنَ بِفَاحِشَةٍ مُّبَیِّنَةٍ١ۚ وَ عَاشِرُوْهُنَّ بِالْمَعْرُوْفِ١ۚ فَاِنْ كَرِهْتُمُوْهُنَّ فَعَسٰۤى اَنْ تَكْرَهُوْا شَیْئًا وَّ یَجْعَلَ اللّٰهُ فِیْهِ خَیْرًا كَثِیْرًا
*অর্থ:*হে যারা বিশ্বাস রেখেছো, তোমাদের জন্য নারীদের অধিকার কেড়ে নেয়া বৈধ নয়। তাদেরকে বাধ্য করে তাদের কিছু অংশ ফিরিয়ে নেওয়া যাবে না, তবে যদি তারা স্পষ্টভাবে পাপ করে থাকে। তাদের সাথে ভালোভাবে সহাবস্থান করো। যদি তোমরা তাদের পছন্দ না করো, তবে তাতে ভয় পেও না, কারণ হতে পারে, আল্লাহ তোমাদের পছন্দের কিছু না দেওয়ার মধ্যে আরও অনেক ভালো কিছু রেখেছেন।
নারীরা সকল ক্ষেত্রে এগিয়ে যাক, তাদের সুযোগ যেন সমানভাবে নিশ্চিত হয়। আমরা চাই নারীরা নিজেদের অধিকার পরিপূর্ণ উপভোগ করুক, তারা যেন যেসব কাজের জন্য আল্লাহ তায়ালা তাদেরকে ক্ষমতা দিয়েছেন, তা পূর্ণরূপে পালন করতে পারে।
একটি সুন্দর ঘর, একটি সুন্দর সংসার, একটি সুন্দর সমাজ, একটি সুন্দর দেশ এবং একটি সুন্দর পৃথিবী কখনোই নারীদের অবদান ছাড়া পূর্ণাঙ্গ হতে পারে না।
বিশ্ব নারী দিবসের এই মাহেন্দ্রক্ষণে, আমরা আমাদের শ্রদ্ধা জানাই সকল নারীর প্রতি যারা নিজেদের কাজের মাধ্যমে সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং পৃথিবীকে আরও সুন্দর করে তুলছে।