১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৩ই রমজান, ১৪৪৬ হিজরি

মরহুম হাকীম এম. এম. শাহাদাৎ হোসাইন পাটওয়ারীর নবম মৃত্যুবার্ষিকী আজ

মোঃ মাঈনুউদ্দিন বাহাদুর, কুমিল্লা প্রতিনিধিঃ

হাকীম মোঃ সিদ্দিকুর রহমান প্রামাণিকও
প্রভাষক,
চাঁদপুর ইউনানী তিব্বীয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল।

আজ ৯ মার্চ, ২০২৫—চাঁদপুর ইউনানী তিব্বীয়া (মেডিক্যাল) কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, খ্যাতিমান লেখক, চিকিৎসক ও গবেষক মরহুম হাকীম এম. এম. শাহাদাৎ হোসাইন পাটওয়ারীর নবম মৃত্যুবার্ষিকী। ২০১৬ সালের এই দিনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, রেখে যান একটি সমৃদ্ধ চিকিৎসাব্যবস্থা ও জ্ঞানচর্চার আলোকবর্তিকা।
একজন স্বপ্নদ্রষ্টা চিকিৎসাবিদ
হাকীম শাহাদাৎ হোসাইন পাটওয়ারী ইউনানী চিকিৎসা পদ্ধতিকে বাংলাদেশে জনপ্রিয় করার অন্যতম অগ্রদূত ছিলেন। তার হাত ধরেই চাঁদপুর ইউনানী তিব্বীয়া (মেডিক্যাল) কলেজ প্রতিষ্ঠিত হয়, যা বর্তমানে দেশের অন্যতম প্রধান ইউনানী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। তিনি শুধু একজন চিকিৎসকই ছিলেন না, বরং গবেষণা ও লেখালেখির মাধ্যমে ইউনানী চিকিৎসার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
গবেষণা ও চিকিৎসা ক্ষেত্রে অবদান
তিনি চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে গবেষণা করে বহু মূল্যবান তথ্য ও অভিজ্ঞতা লিপিবদ্ধ করেছেন। তার রচিত বই ও গবেষণা প্রবন্ধ ইউনানী চিকিৎসা শিক্ষার্থীদের জন্য দিকনির্দেশক হিসেবে কাজ করছে। বাংলাদেশে প্রাকৃতিক তথা ইউনানী ও আয়ুর্বেদিক চিকিৎসার প্রসারে তিনি নিরলসভাবে কাজ করেছেন এবং বহু তরুণ চিকিৎসককে অনুপ্রাণিত করেছেন।
চিকিৎসা ও সমাজসেবায় নিরলস ভূমিকা
মরহুম হাকীম এম. এম. শাহাদাৎ হোসাইন পাটওয়ারী চিকিৎসা ক্ষেত্রে যেমন একজন দিকনির্দেশক ছিলেন, তেমনি সমাজসেবায়ও রেখেছেন অনন্য অবদান। দরিদ্র ও অসহায় রোগীদের জন্য তিনি বিশেষ ব্যবস্থা গ্রহণ করতেন এবং চিকিৎসাসেবা প্রদান করতেন। তার আদর্শ ও কর্মধারা এখনো বহু চিকিৎসকের অনুপ্রেরণা হয়ে আছে।
তার অবদান কেবল চিকিৎসা ক্ষেত্রেই সীমাবদ্ধ ছিল না; তিনি ছিলেন একজন মানবতাবাদী ও সমাজ সংস্কারক। আজ তার নবম মৃত্যুবার্ষিকীতে আমরা তাকে শ্রদ্ধাভরে স্মরণ করি এবং তার রেখে যাওয়া আদর্শ ও শিক্ষা থেকে অনুপ্রেরণা নিয়ে এগিয়ে যেতে চাই।
হাকীম শাহাদাৎ হোসাইন পাটওয়ারীর মতো ব্যক্তিত্বরা চিরকাল মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন। তার জীবন ও কর্ম আমাদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন—এই প্রার্থনা করি।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

হল প্রভোস্টের পদত্যাগ দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ

মোছাঃ মাহমুদা আক্তার নাঈমা, জাককানইবি প্রতিনিধিঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ‘বিদ্রোহী’ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. সাইফুল ইসলামের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ তুলে চার

কুবির সাংবাদিকতা বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে উত্তরসহ প্রশ্নফাঁসের অভিযোগ, পরীক্ষা স্থগিত

কুবি প্রতিনিধিঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২০-২১ সেশনের ৩য় বর্ষ ২য় সেমিস্টার ফাইনাল পরীক্ষার উত্তরসহ প্রশ্নফাঁসের অভিযোগ উঠেছে বিভাগটির সহকারী অধ্যাপক কাজী

নজরুল বিশ্ববিদ্যালয়ে দেশজুড়ে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে পথনাটক প্রদর্শন

ইকবাল মাহমুদ, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ সারাদেশে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ধর্ষণবিরোধী ও জনসচেতনতামূলক পথনাটক পরিবেশন করেছে

সিমাগো র‌্যাংকিং ২০২৫: পাবলিক বিশ্ববিদ্যালয়ের শীর্ষে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়

স্পেনের শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান সিমাগো ইনস্টিটিউশন-২০২৫ সালের বিশ্ববিদ্যালয়গুলোর র‌্যাংকিংয়ে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের মাঝে প্রথম ও সারাদেশে দ্বিতীয় অবস্থানে রয়েছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়(সিকৃবি)। সিমাগো চলতি

Scroll to Top