আজগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রামের কোতোয়ালি থানাধীন বলুয়ারদিঘীর পূর্বপাড় এলাকায় নিজের ১০ বছর বয়সী কন্যাকে নিয়মিত ধ’র্ষ’ণের অভিযোগে এক পাষণ্ড পিতাকে আটক করেছে পুলিশ। অভিযুক্ত প্রদীপ কুমার বনিক (৫২) চকবাজারের মতি টাওয়ার মার্কেটে নিরাপত্তা কর্মী হিসেবে কর্মরত ছিলেন।
৯৯৯ নম্বরে কল, পুলিশের অভিযান ৯ মার্চ, জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে কোতোয়ালি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। ভিকটিমের পরিবার জানায়, অভিযুক্ত প্রদীপ কুমার বনিক তার স্ত্রী গার্মেন্টসে কাজে গেলে একা পেয়ে তার ১০ বছর বয়সী মেয়ে বর্ষা বনিককে (ছদ্মনাম) নিয়মিত ধ’র্ষ’ণ করত। শিশুটি ভয় পেয়ে বিষয়টি কাউকে বলতে না পারলেও মায়ের সহায়তায় কৌশলে একটি ভিডিও ধারণ করে, যা বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশুটি জানিয়েছে, তার বাবা দীর্ঘদিন ধরে এই নৃশংস কাজ চালিয়ে আসছিল। ঘটনার দিন সাহস করে মা ও খালাকে বিষয়টি জানালে তারা পুলিশের সহযোগিতা চান।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “অভিযুক্তকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।”
এ ঘটনায় এলাকাবাসী ও মানবাধিকার সংগঠনগুলো নিন্দা জানিয়ে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, পারিবারিক পর্যায়ে শিশুদের প্রতি সহিংসতা রোধে সচেতনতা বৃদ্ধি ও কড়া নজরদারি প্রয়োজন।
অভিযুক্তের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩) অনুযায়ী মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।