১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ১২ই রমজান, ১৪৪৬ হিজরি

জৈন্তাপুরে দুর্বৃত্তের হামলায় শিক্ষক আহত ফার্মেসী ভাংচুর

জাহিদুল ইসলাম জাহিদঃ

জৈন্তাপুরে দূর্বৃত্তদের হামলায় এক শিক্ষক গুরুতর আহত হয়েছে। আহত শিক্ষকের নাম এম এ করিম (৩৫)। তিনি উপজেলার বাউরভাগ মৌল্লিফৌদ গ্রামের হারুনুর রশিদের ছেলে। এ ঘটনায় তার মালিকানাধীন জৈন্তাপুর স্টেশন বাজারের অবস্হিত জহুরা ফার্মেসীতে ভাংচুর চালায় দূর্বৃত্তরা। তিনি সারিঘাট উচ্চ বিদ্যালয়ে ইংরেজির শিক্ষক বলে জানা গেছে।

স্হানীয় সূত্রে জানা যায়, সোমবার (১০ই মার্চ) বিকেল ৪:৩০ ঘটিকায় আহত শিক্ষক আবদুল করিম তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে বসা ছিলেন। এ সময় স্হানীয় ডিআই চালক জাহেদ তার সহযোগীদের নিয়ে ইউনুস আলি নামে এক যুবকের সাথে স্টেশন বাজার এলাকায় সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় ইউনুস জাহেদ গং দের হাত থেকে রক্ষা পেতে প্রাণভয়ে করিমের ফার্মেসীতে এসে অবস্থান নেয়।

এ সময় শিক্ষক করিম ইউনুসকে রক্ষা করতে জাহেদ ও তার সহযোগীদের প্রতিরোধ করতে আসলে তারা করিমের প্রতি চড়াও হয়। এ সময় তারা শিক্ষক করিম সহ ইউনুসকে মারধর করে ফার্মেসীতে ব্যাপক ভাংচুর চালায়। আহত অবস্থায় স্হানীয়রা করিম ও ইউনুসকে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক করিমকে সিলেট এম এ জি ওসমানী ম্যাডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এদিকে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে বাসস্ট্যান্ডে সাধারণ মানুষ জোড়ো হতে দেখা যায়। ইফতারের পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান ও ২ নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম সহ স্হানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।

এ বিষয়ে চেয়ারম্যান ফখরুল ইসলাম সবাইকে ধৈর্য্য ধারণ করার আহবান জানান। সেই সাথে হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলে তিনি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেছেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এটা খুবই নিন্দনিয়। ইতিমধ্যে ভিকটিমের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত রয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

রামনা দারুল কুরআন হাসানিয়া হাফিজিয়া ও নূরানী মাদ্রাসার ৫০ জন ছাত্রদের মাঝে ঈদ সামগ্রী ও রামনা শেরই বাংলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অসহায় ও দুঃস্হদেরকে ইফতার সামগ্রী বিতরণ করেন বেলজিয়াম দাতা সংস্থা

মোঃমাহমুদুউল্লাহ্ রিয়াদ ( বরগুনা) বামনা প্রতিনিধি: আজ মঙ্গলবার ( ২৬ মার্চ) বেলা ১০ ঘটিকায় বরগুনার বামনা উপজেলার ৩ নং রামনা ইউনিয়নের দারুল কুরআন হাসানিয়া হাফিজিয়া

খাগড়াছড়িতে ধর্ষকের শাস্তির দাবিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশে এর বিক্ষোভ মিছিল

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা( খাগড়াছড়ি) প্রতিনিধিঃ দেশব্যাপী সকল ধর্ষণের বিচার ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড কার্যকরের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল করে ইসলামী ছাত্র আন্দোলন

`শিবগঞ্জে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ

মোহাঃ রকিব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬টি পরিবারের মাঝে নগদ টাকার চেক বিতরণ করা হয়েছে। ১১ মার্চ (মঙ্গলবার) সকালে উপজেলা নির্বাহী

নারী ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

রাজবাড়ী প্রতিনিধিঃ সারা দেশে অব্যাহত নারী নির্যাতন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা, পাচার ও হত্যাকান্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজবাড়ী‌তে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ)

Scroll to Top