১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ১২ই রমজান, ১৪৪৬ হিজরি

আলহাজ্ব মাওলানা আব্দুর রহমান রহঃ – এক স্মরণীয় আলেম ও শিক্ষাবিদ

আলহাজ্ব মাওলানা আব্দুর রহমান রহঃ ছিলেন ফটিকছড়ির শীর্ষস্থানীয় আলেম ও ইসলামের একনিষ্ঠ খাদেম। তিনি শুধু একজন মুহতামিম ও শিক্ষকই ছিলেন না, বরং দ্বীনের সঠিক দিশা প্রদানে ছিলেন এক অগ্রসৈনিক। তাঁর সংগ্রামী জীবনের মূল লক্ষ্য ছিল সহীহ্ আকিদা—আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাস প্রচার ও প্রসার।

এলাকায় প্রচলিত ভ্রান্ত আকিদা ও ধর্মীয় বিভ্রান্তির বিরুদ্ধে তিনি সুদৃঢ় অবস্থান নেন। আল্লাহর দ্বীনকে সঠিকভাবে প্রতিষ্ঠা করতে তিনি আজীবন নিরলস পরিশ্রম করেছেন এবং পথভোলা মানুষকে হকের পথের দিকে ডাকতে সচেষ্ট ছিলেন। তাঁর ইলম, বিচক্ষণতা ও প্রজ্ঞার মাধ্যমে বহু মানুষ সঠিক ইসলামের দীক্ষা গ্রহণ করে।

তিনি শুধুমাত্র একজন শিক্ষক বা মুহতামিম ছিলেন না, বরং ফটিকছড়িতে ইসলামী শিক্ষার বিস্তারের অগ্র সৈনিক ছিলেন। যাঁর নেতৃত্বে কওমি মাদরাসাগুলো আরও সুসংগঠিত ও শক্তিশালী হয়েছে। তাঁর জীবন ছিল দীনের খেদমতের এক উজ্জ্বল উদাহরণ, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

জন্ম ও শৈশব: আলহাজ্ব মাওলানা আব্দুর রহমান রহঃ ১৯৫৪ সালে ফটিকছড়ির পাঁচ পুকুরিয়ার এক সম্ভ্রান্ত ধর্মপরায়ণ মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ছিলেন বিশিষ্ট আলেম হযরত মাওলানা আব্দুচ ছাত্তার রহঃ এবং মাতা আয়েশা খাতুন। শৈশব থেকেই তিনি ছিলেন অত্যন্ত মেধাবী, অনুগত ও ধর্মপ্রাণ।

প্রাথমিক ও উচ্চশিক্ষা : প্রাথমিক শিক্ষার হাতেখড়ি হয় ফটিকছড়ির ঐতিহ্যবাহী দীনি শিক্ষা প্রতিষ্ঠান নাজিরহাট বড় মাদরাসা থেকে। এরপর উচ্চশিক্ষার জন্য তিনি উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসায় ভর্তি হন। সেখান থেকে দাওরায়ে হাদিস (তাকমিল) সম্পন্ন করেন এবং ইসলামের নানা শাস্ত্রে গভীর জ্ঞান অর্জন করেন।

শিক্ষকতা ও কর্মজীবন : দাওরায়ে হাদিস শেষ করার পর দ্বীনি খেদমতের ব্রত নিয়ে তিনি শিক্ষকতার মাধ্যমে কর্মজীবন শুরু করেন। প্রথমে রাজশাহীর একটি ঐতিহ্যবাহী কওমি মাদরাসায় শিক্ষকতা করেন। অতঃপর বগুড়ার একটি মাদরাসায় কিছুদিন দ্বীনি খেদমত করেন। তার পর মুরুব্বীদের আহ্বানে ফটিকছড়ির আজাদি বাজার মাদরাসায় প্রায় ৮ বছর মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করেন। সবশেষে নিজ পিতার প্রতিষ্ঠিত ফটিকছড়ির পাঁচ পুকুরিয়া কাজিরখিল মাদরাসায় সু দীর্ঘ ৩২ বছর পর্যন্ত মুহতামিম হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন।
কাজিরখিল মাদরাসার দায়িত্ব গ্রহণের পর তাঁর আমলে প্রতিষ্ঠানটি এক নতুন উচ্চতায় পৌঁছে যায়। অবকাঠামোগত উন্নয়ন, ছাত্র-শিক্ষকদের মানোন্নয়ন ও পাঠ্যসূচির আধুনিকীকরণে তিনি ব্যাপক অবদান রাখেন। ২০২০ সালে শারীরিক অসুস্থতার কারণে মুহতামিমের পদ থেকে সরে গিয়ে আমৃত্যু সদরে মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করেন।

আলহাজ্ব মাওলানা আব্দুর রহমান রহঃ ছিলেন দেশের শীর্ষস্থানীয় ইসলামি চিন্তাবিদ ও আলেমদের ঘনিষ্ঠ সঙ্গী। হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক আমীর আল্লামা জুনাইদ বাবুনগরী রহঃ, মেখল মাদরাসার মরহুম মুহতামিম আল্লামা নুমান ফয়জী রহঃ এবং হাটহাজারী মাদরাসার সিনিয়র উস্তাদ আল্লামা কবির আহমদ হাফিঃ-এর সাথী ছিলেন।

আন্তর্জাতিক সফর : দ্বীনি প্রয়োজনে তিনি সৌদি আরব, দুবাই, কাতার, কুয়েত, মালয়েশিয়া বিশ্বের বিভিন্ন দেশ সফর করেন।

ব্যক্তিগত জীবন : আলহাজ্ব মাওলানা আব্দুর রহমান রহঃ ব্যক্তি জীবনে ছিলেন বিনয়ী, সদালাপী ও আল্লাহভীরু। তিনি ৫ পুত্র ও ১ কন্যা সন্তানের জনক ছিলেন। তাঁর সন্তানদের মধ্যে ৪ জনই কোরআনে হাফেজ ও আলেম হয়ে দ্বীনের খেদমতে নিযুক্ত আছেন।

ইন্তেকাল ও উত্তরাধিকার : আলহাজ্ব মাওলানা আব্দুর রহমান রহঃ ১০ মার্চ ২০২৫ ইংরেজি (১০ রমজান) সোমবার রাত সাড়ে এগারোটার সময় চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুনিয়ার সফর শেষ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান, নাতি-নাতনি, ছাত্র, মুরিদ এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আলহাজ্ব মাওলানা আব্দুর রহমান রহঃ ছিলেন ফটিকছড়ির অন্যতম শীর্ষ আলেম ও ধর্মীয় সংগঠক। তাঁর অবদান ইসলামী শিক্ষা ও সমাজ সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিনি ইসলামের খাঁটি খাদেম হিসেবে সারাজীবন ব্যয় করেছেন এবং অসংখ্য শিষ্য তৈরি করেছেন, যারা দেশে-বিদেশে দ্বীনের খেদমত চালিয়ে যাচ্ছেন।

তাঁর মতো একজন আত্মনিবেদিত আলেমের ইন্তেকালে ফটিকছড়ি তথা সমগ্র বাংলাদেশ একজন দ্বীনি রাহবারকে হারালো। আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতুল ফেরদাউস দান করুন, আমিন।

লেখক: মাওলানা আসগর সালেহী
সাংবাদিক ও মানবাধিকার কর্মী।
ভূজপুর, ফটিকছড়ি, চট্টগ্রাম।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

বরিশালের উজিরপুরে মাত্র ৭ মাসে কোরআনের হাফেজ হলেন আব্দুল্লাহ

উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে মারকাযুল কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসায় মাত্র ৭ মাসে পবিত্র কুরআনের ৩০ পারা মুখস্থ করে হাফেজ হয়েছেন মুহাম্মদ আব্দুল্লাহ। এ উপলক্ষে সংবর্ধনা

অশ্রু যখন মুমিনের অস্ত্র—প্রভুর ভালোবাসায় সিক্ত হৃদয়ের নিবেদন

লেখক জাহেদুল ইসলাম আল রাইয়ান এক ফোঁটা অশ্রু, যা একান্তে প্রভুর সামনে গড়িয়ে পড়ে, তা পৃথিবীর সমস্ত অমূল্য রত্নের চেয়েও বেশি মূল্যবান। এই অশ্রু কেবল

বাকৃবিতে ছাত্রশিবিরের উদ্যোগে গণ-ইফতার ও ৫০০ কোরআন বিতরণ

আরাফাত হোসাইন, বাকৃবি প্রতিনিধিঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ইসলামী ছাত্রশিবির রমজান উপলক্ষে ধারাবাহিক গণ-ইফতারের আয়োজন করেছে। সাত দিনে প্রায় ১০ হাজার শিক্ষার্থীকে ইফতার পরিবেশন করা

চাঁচকৈড় গাড়িষাপাড়া শহীদ জিয়া স্মৃতি সংঘের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোঃ নাঈম ইসলাম, নাটোর প্রতিনিধিঃ ৮নং ওয়ার্ড বিএনপি চাঁচকৈড় গাড়িষাপাড়া শহীদ জিয়া স্মৃতি সংঘের উদ্যোগে আজ (০৮ মার্চ) শনিবার বিকেল ৫ ঘটিকায় শহীদ জিয়া স্মৃতি

Scroll to Top