বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার নন্দীগ্রামে উপজেলা প্রেসক্লাবের ১৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। ১৯৯১ সালে প্রতিষ্ঠিত প্রেসক্লাবে বকুল হোসেন (দৈনিক করতোয়া) আহবায়ক এবং নজরুল ইসলাম দয়া (ভোরের ডাক) সদস্য সচিব নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (১১ মার্চ) প্রেসক্লাব হলরুমে আয়োজিত গণমাধ্যম কর্মীদের সমন্বয় সভায় বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মহসিন আলী রাজু, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) যুগ্ম মহাসচিব মির্জা সেলিম রেজা। বৈঠক শেষে সিনিয়র সাংবাদিক নাজির হোসেনকে উপদেষ্টা করে নন্দীগ্রামে উপজেলা প্রেসক্লাবের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।
যুগ্ম আহবায়ক যথাক্রমে আবু হানিফ (দুরন্ত সংবাদ), রাসেল মাহমুদ (প্রতিদিনের সংবাদ) এবং এমদাদুল হক (সময়ের কাগজ)। নাজমুল হাসান আনান (বার্তা বাজার), আব্দুল গফুর (আলোকিত সকাল), সাখাওয়াত হোসেন (কালবেলা), সুলতান মাহমুদ (খবরাখবর), মিজানুর রহমান (ঢাকা প্রতিদিন), সালামির ইসলাম, তানসেন আলী, নুরুন নবী ও তানভীর রহমান সদস্য নির্বাচিত হন। সমন্বয় বৈঠকে উপস্থিত ছিলেন আজকের বসুন্ধরা পত্রিকার বিভাগীয় প্রধান ফয়সাল হোসাইন সনি, চাঁদনী বাজারের স্টাফ রিপোর্টার নব কুমার সূর্য, দৈনিক ঘোষণার স্টাফ রিপোর্টার সাদিকুর রহমান প্রমূখ।