রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক, চোরাই স্বর্ণালংকার, রেজিষ্ট্রেশনবিহীন মোটরসাইকেল, নগদ অর্থ উদ্ধার সহ সজল (৩৭) কে গ্রেপ্তার করেছে। সে ঝিনাইদহ জেলা সদরের বিষয়খালী খন্দকার পাড়ার আওয়ালের ছেলে।
সোমবার (১০ মার্চ) দিবাগত রাত সাড়ে ৩টার সময় গোয়ালন্দ ঘাট থানার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনে খোকনের চায়ের দোকানের সামনে মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, থানার এসআই সোহানুর রহমান সঙ্গীয় ফোর্স সহ গোয়ালন্দ ঘাট থানার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনে খোকনের চায়ের দোকানের সামনে মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে। অভিযানে আসামী সজলকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতের কাছ থেকে একশত পিচ ইয়াবা ট্যাবলেট, একটি সুমি জয়েলার্স লেখা স্বর্ণলংকার রাখার ব্যাগের মধ্যে রক্ষিত ছোট বড় স্বর্ণের আংটি ৬টি, ছোট বড় স্বর্ণের দুল ১৮টি, ছোট বড় লকেট ৩টি, ব্যাসলেট ১টি, পায়েল ১টি, কানটানা ১টি, পাথরের নাকফুল ৫টি, নাকফুল ১৪টি, মৌ নাকফুল ২টি, নথ ২টি, স্বর্ণের পরিমান পাঁচ ভরি চার আনা পাঁচ রতি, রুপার আংটি ১টি পরিমান শূণ্য ভরি সাত আনা চার দশমিক সাত রতি, ১টি রেজিঃ বিহীন এ্যাপাসী আরটিআর ব্লু কালারের মোটর সাইকেল, নগদ ৮হাজার টাকা, ১টি পুরাতন ভিভো এ্যানড্রোয়েড মোবাইল ফোন উদ্ধারপূর্বক জব্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়েছে।