মোঃ হাচান আল মামুন, দীঘিনালা( খাগড়াছড়ি) প্রতিনিধিঃ
দেশব্যাপী সকল ধর্ষণের বিচার ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড কার্যকরের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বিকাল ৪টায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি পার্বত্য জেলা শাখার উদ্যোগে খাগড়াছড়ি জেলা শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি পার্বত্য জেলা শাখার সভাপতি মোঃ শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক নাজমুল সাকিব,সহ-সভাপতি মোঃ মাহফুজ,অর্থ সম্পাদক হাসান জামিল, মাদ্রাসা বিষয়ক সম্পাদক,মুজিবুর রহমান শেখ, ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি পার্বত্য জেলা সভাপতি মাওলানা দেলোয়ার হোসেন। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি পার্বত্য শাখার সভাপতি ডাক্তার মোহাম্মদ আশরাফুল । ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মোঃ আল আমিন সহ প্রমুখ।
বিক্ষোভ মিছিল থেকে দ্রুততম সময়ে ধর্ষণের বিচার নিশ্চিতের লক্ষ্যে বিচার বিভাগের বিশেষ ট্রাইব্যুনাল গঠন এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড কার্যকর করার বিধান রেখে প্রজ্ঞাপন জারির দাবী জানানো হয়