মোঃ বাদশা প্রামানিক, নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জের প্রান্তিক মধ্যবিত্ত পরিবারের মাঝে নীলফামারী জেলা পরিষদের আয়োজনে বিনামূল্যে ৬৬ টি সিলিং ফ্যান ও ৩৫টি সেলাই মেশিন বিতরণ করা হয়।
সোমবার (১১ মার্চ) দুপুর ২টায় কিশোরগঞ্জ এর অফিসার্স ক্লাব হলরুমে জেলা পরিষদের তিনটি উন্নয়ন প্রকল্পের আওতায় এ মালামাল গুলো বিতরণ করা হয়।
প্রধান অতিথির ভাষণে সংক্ষিপ্ত বক্তব্যে সংক্ষিপ্ত বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, নীলফামারীর বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে জেলা পরিষদ নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরও উপকার ভোগী শতাধিক পরিবারের সদস্যদের উদ্দেশ্যে বলেন,আপনাদের নিকট আমাদের কোন চাওয়ার নাই, শুধু একটাই চাওয়া আপনারা ভাল থাকুন, আপনারা সন্তানকে স্কুল-কলেজে প্রেরণ করবেন, মানুষ করবেন, বাল্যবিবাহ দিবেন না, মাদকমুক্ত সমাজ গড়ার জন্য নিজে সতর্ক থাকবেন এবং প্রশাসনকে সহযোগিতা করবেন।’
উপহারসামগ্রী বিতরণকালে আরো উপস্থিত ছিলেন নীলফামারী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব দীপঙ্কর রায়, কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিস মৌসুমি হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা সহকারী প্রকৌশলী জনাব মো: রেজাউল করিমসহ কিশোরগঞ্জ উপজেলার শতাধিক উপকার ভোগী পরিবার।