নুর আলম পাপ্পু, খোকসা প্রতিনিধি:
বিশেষ অভিযান পরিচালনাকালে কুষ্টিয়ার খোকসা থানাধীন কমলাপুর এলাকা থেকে মোঃ আব্দুল বারিক (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি কমলাপুর ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
গতকাল ১২ মার্চ ২০২৫, বিকেল ৫:১০ মিনিটে খোকসা থানার একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তাকে আটক করে। পুলিশ সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে খোকসা থানায় মামলা নং-০৪, তারিখ-০৯-০২-২০২৫ ইং, ধারা- 4/5/6 The Explosive Substances Act, 1908; তৎসহ 15(3)/25D The Special Powers Act, 1974-এ মামলা রয়েছে।
খোকসা থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম জানান, দৈনিক আমার বাংলাদেশ কে জানান, আমাদের এই বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট’ চলমান রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অপরাধ দমনে আমরা কোনো ধরনের ছাড় দেব না।