খাজা মঞ্জুর মাহমুদ, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
কেন্দ্রীয় বিএনপির নির্দেশনায় ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ১২ মার্চ বুধবার বিটঘর আমতলী বাজার সংলগ্ন মাঠে জনগণের ব্যাপক অংশগ্রহণে ইফতার ও দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়।
পানিশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি মোবারক আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মোঃ শামীম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আহসান উদ্দিন খান শিপন, সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিসুল ইসলাম ঠাকুর, সাধারণ সম্পাদক এডঃ নূরুজ্জামান লস্কর তপু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান পলাশ, সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী, দপ্তর সম্পাদক এবিএম সালাউদ্দিন বিপ্লব, উপজেলা যুবদলের আহ্বায়ক আবু সুফিয়ান সিদ্দিকী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নূরুল আমিন মাষ্টার, সদস্য সচিব মোঃ নূর আলম মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি দেলোয়ার হোসেন মিন্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ রবিউল, কৃষক দলের যুগ্ম আহ্বায়ক রমজান আলী, কালীকচ্ছ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান মনিক, শাহবাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আইয়ূব হোসেন, উপজেলা বিএনপি নেতা আবু বক্কর, আহসান পলাশ, মিজান মিয়া, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জামাল লস্কর, সাবেক সাধারণ সম্পাদক মীর ওয়ালীদ, উপজেলা ছাত্রদল নেতা শিবলী সাদিক, চুন্টা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক উজ্জ্বল মিয়া, সরাইল সদর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মন্নর আলী, কালীকচ্ছ ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোঃ আকরাম, নোয়াগাঁও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোর্শেদ জামান জালাল, সদস্য সচিব সফিক মৈশান, উপজেলা নবীন দলের সভাপতি অনিক হোসেন মৃধা, তরুণ দলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম, সদস্য সচিব উজ্জ্বল মুন্সিসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।
ইফতার পূর্ব পরিচালিত মোনাজাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দীর্ঘায়ু কামনাসহ দেশ ও জাতির সার্বিক মঙ্গল কামনা করা হয়।