রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া কলাবাগান পদ্মা নদী এলাকা থেকে নৌ-পুলিশের অভিযানে পরিত্যক্ত অবস্থায় আবির ড্রেজিং প্রকল্প নামের একটি বালু কাটার ড্রেজার জব্দ করা হয়েছে।
বুধবার (১২ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে দৌলতদিয়া নৌ-পুলিশের অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ড্রেজিং সংশ্লিষ্টরা পালিয়ে যায়। পরবর্তীতে জিডি মূলে ড্রেজারটি জব্দ করা হয়।
পরে ড্রেজারের সুকানী মোঃ হান্নানের ছেলে মোঃ রাকিব (২৬) ঘটনাস্থলে উপস্থিত হলে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তা ও গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামানকে জানানো হয়। এসিল্যান্ড রাকিবকে ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পরে জরিমানা পরিশোধের পর ড্রেজারটি জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান বলেন, গোয়ালন্দ উপজেলা প্রশাসন অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে।