১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৩ই রমজান, ১৪৪৬ হিজরি

ফটিকছড়িতে নলকূপে পানি সংকট, জনদুর্ভোগ চরমে

আজগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধিঃ

ফটিকছড়ি উপজেলার বিভিন্ন ইউনিয়নে নলকূপে পানি উঠছে না, যা স্থানীয় বাসিন্দাদের চরম দুর্ভোগে ফেলেছে। ভূজপুর, হারুয়ালছড়ি, সুয়াবিল, নারায়ণহাট ও দাঁতমারা ইউনিয়নের গ্রামাঞ্চলে এ পানি সংকট তীব্র আকার ধারণ করেছে।

স্থানীয়রা জানান, গভীর নলকূপ (ঝর্ণা) বেড়ে যাওয়ায় এবং চব্বিশ ঘণ্টা বিরামহীন পানি ব্যবহারের ফলে পানির স্তর নিচে নেমে যাচ্ছে। এর ফলে সাধারণ নলকূপ থেকে পানি তোলা কঠিন হয়ে পড়েছে।
সরেজমিনে ভূজপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঘুরে দেখা গেছে, অনেকেই ঘণ্টার পর ঘণ্টা চেষ্টা করেও টিউবওয়েল থেকে এক কলসিও পানি তুলতে পারছেন না। এতে করে দৈনন্দিন কাজে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

স্থানীয়রা আশঙ্কা করছেন, খরা মৌসুম পুরোদমে শুরু হলে এ সংকট আরও তীব্র হবে। ইতোমধ্যে অনেক এলাকায় কৃষিকাজ ও গৃহস্থালির কাজে পানি ব্যবহারে সীমাবদ্ধতা দেখা দিয়েছে। যদি দ্রুত পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে ফটিকছড়িতে ভয়াবহ পানি সংকট দেখা দিতে পারে।

এলাকাবাসীর দাবি, গভীর নলকূপ (ডিপটিউবওয়েল) ও ঝর্ণা থেকে অনিয়ন্ত্রিত পানি উত্তোলন বন্ধ করা হোক। তারা প্রশাসনের কাছে এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন, যাতে ভূগর্ভস্থ পানির স্তর স্বাভাবিক রাখা সম্ভব হয়।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলে তারা জানান, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

কাঠালিয়ায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

আ: রহিম, কাঠালিয়া প্রতিনিধিঃ ঝালকাঠির কাঠালিয়ায় রমজান ও ঈদুল ফিতরে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে কাঠালিয়া সদর বাজারে ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করে

রাজবাড়ীতে ১ লাখ ৪৬ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ীতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় ১ লাখ ৪৬ হাজার ২৩০ জন

পদ্মা নদীতে অবৈধ ড্রেজার জব্দ, একজনকে জরিমানা

রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া কলাবাগান পদ্মা নদী এলাকা থেকে নৌ-পুলিশের অভিযানে পরিত্যক্ত অবস্থায় আবির ড্রেজিং প্রকল্প নামের একটি বালু কাটার ড্রেজার জব্দ করা

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে হোসেনপুরে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

শাহজাহান সাজু, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জের হোসেনপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে জাতীয় পুষ্টিসেবা, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের আয়োজনে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৫

Scroll to Top