১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই রমজান, ১৪৪৬ হিজরি

পবিপ্রবিতে ইএসডিম ক্লাবের উদ্যোগে ১২ দিনব্যাপী আরজিআইএস প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

মোঃ ফাহিম,পবিপ্রবি প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ইএসডিএম ক্লাবের উদ্যোগে ১২ দিন ব্যাপি ” Geo Tech:ArcGIS Essentials Training” কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

১৩ মার্চ (বৃহস্পতিবার ) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের মিলনায়তনে ১২ দিন দিনব্যাপী এ কর্মসূচির শুভ উদ্ভোদন ঘোষণা করা হয়।

অনুষ্ঠানটি দুই পর্বে বিভক্ত ছিল। প্রথম পর্বের উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের ডিন অধ্যাপক ড. মো: মহসীন হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. জিল্লুর রহমান । এছাড়া অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আহমেদ পারভেজ ।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বর্ডার রোড ডেভেলপমেন্ট প্রজেক্ট এবং মেরিন ড্রাইভ ডেভেলপমেন্ট প্রজেক্ট এর জিআইএস কনসালটেন্ট এস এম সিয়াম এবং দেশের বাইরে থেকে অনলাইনে অংশগ্রহণ করেন জাফর ইকবাল , যিনি এশিয়া প্যাসিফিক ডিভিসন এবং আমেরিকান রেড ক্রস ইন্টারন্যাশনাল এর সাথে যুক্ত আছেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড.মো: মহসীন হোসেন খান বলেন, “বর্তমান বিশ্ব প্রযুক্তি নির্ভর, লেখাপড়ার পাশাপাশি প্রতিটি শিক্ষার্থীদের দক্ষতা বাড়ানো অত্যন্ত জরুরী। এই প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি পাবে।” বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. জিল্লুর রহমান ইএসডিম ক্লাবের সভাপতি এবং সকল সদস্যকে অভিনন্দন জানান এবং পরবর্তীতে এরকম আরো প্রশিক্ষণের উদ্যোগ গ্রহন করতে উৎসাহিত করেন। ক্লাবের সভাপতি আফিয়া তাহমিন জাহিন বলেন,” ক্লাব প্রতিষ্ঠার শুরুতে এরকম একটি প্রশিক্ষণ কর্মসূচি হয়েছিল এরপরে আমরা দ্বিতীয়বারের মতন এরকম প্রশিক্ষণ কর্মসূচি করতে সক্ষম হয়েছি। এরকম একটি প্রশিক্ষণ কর্মসূচি আমাদের শিক্ষার্থীরা বেশ কিছুদিন ধরেই চেয়েছিল এবং এটি আমাদের সবার জন্য খুবই উপযোগী ও দক্ষতা অর্জনের জন্য খুবই প্রয়োজন। তিনি উপস্থিত সকল শিক্ষকদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন তাদের সহায়তায় এরকম একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করতে পেরেছেন”।এরপর উপস্থিত শিক্ষকবৃন্দ, ইএসডিম ক্লাবের সকল সদস্য এবং অংশগ্রহণকারী সকল ছাত্র-ছাত্রীদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে দ্বিতীয় পর্বের শুভ উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক ড. আহমেদ পারভেজ।

দ্বিতীয় পর্বে এস এম সিয়াম ArcGIS এর প্রথমিক দিকনির্দেশনা, কর্মক্ষেত্রে ব্যবহার এবং পরবর্তী দিনগুলোতে কি কাজ করানো হবে সেই সম্পর্কে ধারণা দেন।পরবর্তী ধাপে প্রশিক্ষণ বিষয়ে শিক্ষার্থীদের সাথে মতবিনিময়  করা হয়।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

বাকৃবি ক্যারিয়ার ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

আরাফাত হোসাইন, বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের (বাউসিসি) নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এবারের কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বাকৃবির কৃষি

শিক্ষকের সম্মানহানির বিরুদ্ধে প্রতিবাদ জানালো নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

মোছাঃ মাহমুদা আক্তার নাঈমা, জাককানইবি প্রতিনিধিঃ নজরুল বিশ্ববিদ্যালয়ে এবার শিক্ষকের সম্মানহানির বিরুদ্ধে প্রতিবাদ জানালো শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের বিদ্রোহী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. সাইফুল ইসলামের সম্মানহানি

নারী ও শিশু নির্যাতন বন্ধে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত

মো. আবু রায়হান, রাজশাহী কলেজ প্রতিনিধিঃ সারা দেশে চলমান নারী ও শিশু নির্যাতন বন্ধে রাজশাহীতে মানববন্ধন করেছে ইয়ুথ এন্ডিং হাঙ্গার, রাজশাহী জেলা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়

হল প্রভোস্টের পদত্যাগ দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ

মোছাঃ মাহমুদা আক্তার নাঈমা, জাককানইবি প্রতিনিধিঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ‘বিদ্রোহী’ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. সাইফুল ইসলামের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ তুলে চার

Scroll to Top