১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই রমজান, ১৪৪৬ হিজরি

রাজবাড়ীতে বিদেশী পিস্তল-গুলিসহ আটকে পুলিশে দিয়েছে জনতা

আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীতে বিদেশী পিস্তল ও গুলিসহ আটকে পিটুনী দিয়ে মোঃ আনিছ মন্ডল (৩১) নামে এক সন্ত্রাসীকে পুলিশে দিয়েছে জনতা। সে রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রামকান্তপুর গ্রামের মোঃ আনোয়ার হোসেন মন্ডলের ছেলে।

বুধবার (১২ মার্চ) বিকেল সাড়ে ৩টার সময় রাজবাড়ী সদর থানার রামকান্তপুর ইউপির রামকান্তপুর মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব বলেন, রাজবাড়ী সদর থানার রামকান্তপুর ইউনিয়নের রামকান্তপুর মধ্যপাড়া গ্রামের মোঃ মাহাবুব শেখের বাড়ীর চৌচালা টিনের ঘরের পিছনে মাটির রাস্তার উপর স্থানীয় লোকজন মোঃ আনিছ মন্ডল নামে একজন ব্যাক্তিকে আটক করে রাখে। খবর পেয়ে রাজবাড়ী সদর থানার এসআই অমিত কুমার বাকচী, এসআই মোঃ মিকাইল হোসেন সঙ্গীয় ফোর্স সহ বুধবার বিকেল সাড়ে ৩টার সময় ঘটনাস্থলে উপস্থিত হয়।

ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখতে পান যে, রামকান্তপুর গ্রামের স্থানীয় লোকজন মোঃ আনিছ মন্ডলকে মারধর করে তার কোমড়ে গোজা একটি লোহার ইউএসএর তৈরী বিদেশী পিস্তল, একটি লোহার তৈরি মাগাজিনের ভিতর ২ রাউন্ড এ্যামোনেশন (গুলি) সহ আটক করে রাখে। তখন এসআই অমিত কুমার বাকচী, এসআই মোঃ মিকাইল হোসেন সঙ্গীয় ফোর্সের সহায়তায় মোঃ আনিছ মন্ডলকে হেফাজতে নেয়। সে জিজ্ঞাসাবাদে জানায় পলাতক আসামী মোঃ স্বাধীন শেখ তাকে এ অস্ত্রটি দিয়েছে। এ ব্যাপারে রাজবাড়ী সদর থানায় ২জনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামীকে বৃহস্পতিবার রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

হাটহাজারীতে পিতার বিকৃত লালসার শিকার ১০ বছরের মেয়ে, অভিযুক্ত কারাগারে

আজগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামের হাটহাজারীতে নিজের ১০ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তের নাম জয়নাল আবেদীন (৪০)। তিনি খাগড়াছড়ির মানিকছড়ি

পারিবারিক বিরোধের জেরে মাদ্রাসাছাত্রকে শিক্ষকের মারধর, গুরুতর আহত

মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে পারিবারিক বিরোধের জেরে এক মাদ্রাসা শিক্ষক তারই আত্মীয় এক ছাত্রকে বেধড়ক মারধর করে গুরুতর আহত করেছেন বলে অভিযোগ

নলছিটি পৌরসভা,প্রকল্পের অর্থ লুটপাটের সাথে গায়েব হয়ে গেছে ফাইলপত্রও

নাইম, লকাঠি প্রতিনিধিঃ ঢাকা মিউনিসিপালিটি প্রতিষ্ঠা করার পরপরই ১৮৬৫ সালের বৃটিশ শাসনামলে বানিজ্যিক গুরুত্বপূর্ণ নগরী হিসেবে দেশের দ্বিতীয় মিউনিসিপালিটি হিসেবে প্রতিষ্ঠা করা হয় নলছিটি মিউনিসিপালিটি

খোকসায় সংবাদপত্র বিক্রিকে কেন্দ্র করে মারধর, আহত ১

নূর আলম পাপ্পু, খোকসা (কুষ্টিয়া)প্রতিনিধিঃ সংবাদপত্র বিক্রিকে কেন্দ্র করে কথাকাটাকাটির জেরে মারধরের ঘটনা ঘটেছে কুষ্টিয়ার খোকসা বাসস্ট্যান্ডে। এতে এক বৃদ্ধ গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার ১৩

Scroll to Top