মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ
উচ্চ আদালতের নির্দেশে খাগড়াছড়ি দীঘিনালা উপজেলার দু’টি ইটভাটা স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।
আজ বৃহস্পতিবার বিকাল ৩ টার দিকে দীঘিনালা উপজেলার ইটভাটায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। এসময় উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ জাকারিয়া ও বন বিভাগের কমর্কতারা।
দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার জনাব মামুনুর রশিদ বলেন, হাইকোর্ট বিভাগের রিট পিটিশন অনুযায়ী খাগড়াছড়ির সকল অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় দীঘিনালা অবস্থিত ইটের ভাটা বন্ধ ঘোষণা করা হয়। এর আগে উপজেলার অবৈধ ইটভাটাগুলোকে একাধিকবার বন্ধ ও জরিমানার করলেও এবার তা স্থায়ীভাবে বন্ধ করার উদ্যোগ নেয় প্রশাসন।ভবিষ্যতে দীঘিনালাতে আর ইটভাটা চালু করতে দেওয়া হবে না বলে জানান।