মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে পারিবারিক বিরোধের জেরে এক মাদ্রাসা শিক্ষক তারই আত্মীয় এক ছাত্রকে বেধড়ক মারধর করে গুরুতর আহত করেছেন বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) উপজেলার পশ্চিম চাড়াখালী আজিজিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে। আহত ছাত্র মো. তরিকুল ইসলাম (১৬) ওই মাদ্রাসার হেফজ বিভাগে পড়াশোনা করে। অভিযুক্ত শিক্ষক মাওলানা আব্দুল্লাহ তার দূরসম্পর্কের আত্মীয়।
তরিকুলের পরিবারের দাবি, শিক্ষক আব্দুল্লাহর সঙ্গে তাদের জমি ও রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আগের দিন এ নিয়ে বাকবিতণ্ডা হয়। এর জের ধরে বৃহস্পতিবার সকালে মাদ্রাসার ভেতরেই তরিকুলকে কিল, ঘুষি ও লাঠি দিয়ে মারধর করা হয়। এরপর তাকে একটি কক্ষে আটকে রাখা হয়।
দুপুরের দিকে দরজা খোলা হলে তরিকুল পালানোর চেষ্টা করে। কিন্তু শিক্ষক আব্দুল্লাহ ছাত্রদের দিয়ে তাকে ধাওয়া করান। শেষ পর্যন্ত কোনো রকমে দৌড়ে বাড়ি পৌঁছে সে অজ্ঞান হয়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আহত তরিকুল বলেন, “শিক্ষক আব্দুল্লাহ আমার চাচাতো মামা। জমি নিয়ে বিরোধের কারণে তিনি আমাকে আগের দিন মারতে চেয়েছিলেন। কিন্তু পালিয়ে যাই। আজ সকালে আবার মারধর করেন এবং একটি কক্ষে আটকে রাখেন। দরজা খোলার পর পালানোর চেষ্টা করলে ছাত্রদের দিয়ে ধাওয়া করান।”
অভিযোগের বিষয়ে শিক্ষক আব্দুল্লাহর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
রাজাপুর থানার ওসি মো. ইসমাইল হোসেন জানান, “এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত অভিযুক্ত শিক্ষকের শাস্তি দাবি করেছেন।