১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই রমজান, ১৪৪৬ হিজরি

বাজিতপুরে মৎস্যজীবী দলের ইফতার মাহফিলে যুবদলের হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

শাহজাহান সাজু, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের বাজিতপুরে মৎস্যজীবী দলের ইফতার মাহফিলে যুবদলের নেতাকর্মীদের হামলার অভিযোগ উঠেছে। এসময় ভাঙচুর ও ইফতার সামগ্রীসহ মালামাল লুট করে নেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি নজরুল ইসলামসহ অন্তত দশজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে উপজেলার সরারচর বাজারে এ ঘটনা ঘটে। শুক্রবার (১৪ মার্চ) বাজিতপুর উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মো. কাউসার মিয়া সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, গতকাল বিকেলে বাজিতপুর উপজেলার সরারচর বাজারে ইফতার অনুষ্ঠানের আয়োজন করে ইউনিয়ন মৎস্যজীবী দল। ইফতার মাহফিলের প্রস্তুতিকালে সরারচর ইউনিয়ন যুবদলের সভাপতি শাহ সুমনের নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে প্রায় ২৩০টি প্লাস্টিকের চেয়ার, সাতটি মোবাইল ফোন ও ইফতারি সামগ্রী লুটপাট করে নিয়ে যায়। এসময় তারা ১১টি মোটরসাইকেল ভাঙচুর করে। এতে আনুমানিক ৫ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি আরও বলেন, হামলার সময় বাধা দেওয়ার চেষ্টা করলে উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি নজরুল ইসলামসহ অন্তত দশজনকে মারপিট করে আহত করা হয়। এছাড়াও ৭টি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য এক লাখ ৪০ হাজার টাকা। বর্তমানে উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি নজরুল ইসলাম ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। সরারচর ইউনিয়ন যুবদলের সভাপতি শাহ সুমন তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, আমি তখন অন্য একটি ইফতার মাহফিলে অংশগ্রহণ করেছিলাম। এর বিষয়ে আমি কিছু জানি না। বাজিতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুরাদ হোসেন বলেন, ঘটনা শুনে আমি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। তবে এখনও এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

সাতক্ষীরা সদর ভোমরা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

শরিফুল ইসলাম সাতক্ষীরা প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর ৬নং ভোমরা ইউনিয়নের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জুমাবার (১৪ মার্চ) বিকাল থেকে ভোমরা ইউনিয়ন পল্লীশ্রী

কুড়িগ্রামের ভোগডাঙ্গায় অসহায় মানুষের মাঝে ১৫০০ প্যাকেট ইফতার বিতরন

আনারুল ইসলাম রানা, কুড়িগ্রাম প্রতিনিধিঃ মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের ভোগডাঙ্গা ইউনিয়নের উওর কুমরপুর যুব সমাজের উদ্যাগে আব্দুল গনী

পবিপ্রবিতে এনিম্যাল হাজবেন্ড্রি দিবস-২০২৫ পালিত

মোঃ ফাহিম, পবিপ্রবি প্রতিনিধিঃ “Animal Husbandry for Food Security and Sustainable Development” প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) এনিম্যাল হাজবেন্ড্রি দিবস-২০২৫ পালিত

রাজাপুরে রাস্তা সংস্কারে অনিয়ম: পাথরের পরিবর্তে বালু, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুর উপজেলার পুটিয়াখালি (মীরের হাট) বাজার থেকে চল্লিশ কাউনিয়া পর্যন্ত সাড়ে ৩ কিলোমিটার রাস্তা সংস্কারে অনিয়মের অভিযোগ উঠেছে। রাস্তা

Scroll to Top