সৈকত সরকার সৌরভ, ময়মনসিংহ প্রতিনিধিঃ
ধোবাউড়ায় উদযাপিত হলো সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব দোলযাত্রা ও হোলি উৎসব। উপজেলার ঘোঁষগাও ইউনিয়নে শ্রী শ্রী কামাক্ষ্যা মাতৃতীর্থ মন্দিরে এই দোলযাত্রা উৎসব উদযাপিত হয়েছে। উৎসবে অংশ নিতে শুক্রবার সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দরা মন্দিরে আসেন।
এখানে ভক্তরা আবির রঙে একে অপরে রাঙিয়ে আন্দদে মেতে ওঠেন। এ উপলক্ষ্যে পূজা অর্চনা, ধর্মীয় আলোচনা ও প্রসাদ বিতরণ করা হয়।দোলযাত্রা উৎসব উপলক্ষে মন্দির প্রাঙ্গণে বসেছে বিশাল এক মেলা। বাংলাদেশে এ উৎসবটি দোলযাত্রা ও দোল পূর্ণিমা নামেও পরিচিত। উৎসব উদযাপনের দায়িত্বে রয়েছেন সভাপতি কিরন চন্দ্র,সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র,আনন্দ চন্দ্র বিশ্বাস,উজ্জল চন্দ্র চন্দ,দিলীপ কুমার।