মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধিঃ
মায়ের জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি পেয়েছেন ঝালকাঠির নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও প্রয়াত সাবেক সংসদ সদস্য মোকিম হাওলাদারের ছেলে কবির হোসেন হাওলাদার।
শুক্রবার (১৪ মার্চ) বিকেলে কারাগার থেকে অস্থায়ী মুক্তি পেয়ে তিনি পুলিশ পাহারায় মায়ের জানাজায় অংশ নেন। জানাজা শেষে তাকে পুনরায় কারাগারে নিয়ে যাওয়া হয়।
কবির হোসেনের মা মেহেরুন নিসা (৭৫) বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মায়ের শেষ বিদায়ে অংশ নিতে পরিবারের পক্ষ থেকে প্রশাসনের কাছে আবেদন জানানো হয়। পরে আদালতের নির্দেশে তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। পুলিশ পাহারায় তাকে নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নের দক্ষিণ কামদেবপুর গ্রামে নিয়ে আসা হয়, যেখানে জানাজার পর দাফন সম্পন্ন হয়।
উল্লেখ্য, ২০২৪ সালের ১২ জুন নলছিটিতে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় করা মামলায় আদালত কবির হোসেন হাওলাদারকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী কবির হোসেনকে জানাজায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়। জানাজা শেষে তাকে আবার কারাগারে পাঠানো হয়েছে।