১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৫ই রমজান, ১৪৪৬ হিজরি

হাতিয়ায় কমিউনিটি কলেজের অধ্যক্ষের অপসারণের দাবিতে বিক্ষোভ করেছে এলাকাবাসী

মো:দিদার উদ্দিন, হাতিয়া প্রতিনিধিঃ

বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে জাহাজমারা বাজারে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এর আগে, সকালে কলেজের প্রতিষ্ঠাতা আমেরিকা প্রবাসী প্রকৌশলী আমিরুল মোমিন বাবলু কলেজ পরিদর্শনে এলে স্থানীরা তার কাছে অধ্যক্ষের অপসারণ দাবি করে এই বিক্ষোভ করেন।
এতে অংশগ্রহণ করেন স্থানীয় অভিভাবক, সাবেক ছাত্র, ব্যবসায়ী, রাজনৈতিক কর্মীসহ বিভিন্ন পেশার প্রায় পাঁচ শতাধিক মানুষ। বিক্ষোভ মিছিলটি জাহাজমারা বাজার প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয়।

পরে কলেজ হলরুমে স্থানীয়দের সাথে মতবিনিময় করেন কলেজের প্রতিষ্ঠাতা। স্থানীয়দের দাবি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মামুনুর রশিদ ফ্যাসিস্ট আওয়ামী সরকারের একজন সক্রিয় কর্মী ছিল। তিনি ক্ষমতার অপব্যবহার করে মেধাবী শিক্ষকদেরকে বিভিন্ন সময় লাঞ্ছিত ও অপসারণ করেন। শিক্ষকদের প্রণোদনার অর্থ আত্মসাৎ। বোর্ড কর্তৃক ফরম ফিলাপের নির্ধারিত অর্থের তিনগুণ টাকা আদায়। কলেজের গাছ বিক্রির টাকা আত্মসাৎ। ছাত্র-ছাত্রীদের উপবৃত্তির টাকা আত্মসাতসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে তাকে অপসারণ দাবি করা হয়।

মতবিনিময় সভায় কলেজের প্রতিষ্ঠাতা আমেরিকা প্রবাসী প্রকৌশলী আমিরুল মোমিন বাবলু বলেন, আমি এলাকার দাবির সঙ্গে একমত। দীর্ঘ ১৭ বছর আমরা সবাই জিম্মি ছিলাম। আমি প্রতিষ্ঠাতা হয়েও কলেজের দেখভাল করতে পারিনি। এখন থেকে নতুন করে দায়িত্ব দেওয়া হবে। পূর্বে জোরপূর্বক অপসারণ করা শিক্ষকদের পুনর্বহাল করা হবে। আমি আগেও কলেজের শিক্ষকদের বেতন-ভাতা চালিয়ে গিয়ে ছিলাম এখন থেকে এমপিওভুক্ত হওয়া পর্যন্ত আবারও চালিয়ে যাব।
এ সময় কলেজ থেকে অপসারিত হওয়া কয়েকজন শিক্ষক, ছাত্র-ছাত্রী, সাবেক ছাত্রসহ এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

হাতিয়া কমিউনিটি কলেজটি ২০০২ সালে প্রতিষ্ঠিত হয়। জাহাজমারা বাজারের পশ্চিম পাশে এক একর জায়গার ওপর কলেজটি প্রতিষ্ঠা করেন প্রকৌশলী আমিরুল মোমিন বাবলু।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

বাজেট বরাদ্দে জবি পূর্বের তুলনায় অগ্রাধিকার পাবে – ইউজিসি চেয়ারম্যান

মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন,  জবি প্রতিনিধিঃ বাজেট বরাদ্দে পূর্বের তুলনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় অগ্রাধিকার পাবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এ এস এম ফায়েজ।

বাকৃবির জালালাবাদ ছাত্র কল্যাণ পরিষদের নতুন কমিটি গঠিত

আরাফাত হোসাইন, বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) জালালাবাদ ছাত্র কল্যাণ পরিষদের আগামী এক বছরের জন্য নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন শামছুল

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধিঃ প্রতি বছরের মতো এই বছরও এক জাঁকজমকপূর্ণ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। রোজ শুক্রবার (১৪

সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে শিবিরের মতবিনিময়

রবিউল সিকদার, ববি প্রতিনিধিঃ সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের মতবিনিময় সভা ও ইফতারের আয়োজন করেছেন। এসময়ে ছাত্রশিবিরের নিকট তাদের কি

Scroll to Top