মোঃ নুর আলম পাপ্পু, খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধিঃ
সারাদেশের মতো কুষ্টিয়ার খোকসা উপজেলায় আজ অনুষ্ঠিত হচ্ছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। উপজেলার ৯৭টি কেন্দ্র জুড়ে আজ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে এ ক্যাম্পেইন, যেখানে প্রায় ১৬,৮০০ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
শিশুদের শারীরিক বৃদ্ধি ও রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের এই ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী শিশুদের নীল রঙের ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।
খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য অনুযায়ী, বছরে দুইবার এই ক্যাম্পেইন পরিচালনার ফলে ৯৮ শতাংশ শিশু নিয়মিত ভিটামিন ‘এ’ গ্রহণ করছে, যার ফলে ভিটামিন ‘এ’ অভাবজনিত অন্ধত্বের হার ১ শতাংশের নিচে নেমে এসেছে। এছাড়াও, শিশুমৃত্যুর হারও উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শিশুদের অপুষ্টিজনিত রোগ প্রতিরোধে একটি কার্যকরী উদ্যোগ। এই কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে ৬-৫৯ মাস বয়সী সব শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো নিশ্চিত করতে হবে।
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন, ক্যাম্পেইনের নির্ধারিত সময়ে শিশুদের নির্দিষ্ট কেন্দ্রে নিয়ে গিয়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো নিশ্চিত করুন।