মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধিঃ
ব্যস্তময় পড়াশুনা থেকে একটুখানি অবসর পাওয়া মাত্রই নিজেদের উদ্যোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী সেহরি উৎসবের আয়োজন করেছে। রোজ শনিবার (১৫ মার্চ) দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়টির ফিন্যান্স বিভাগের ২০২৩-২০২৪ বর্ষের কতিপয় শিক্ষার্থী কর্তৃক এই আয়োজন করা হয়।
উৎসবটির প্রধান আয়োজক হিসেবে উপস্থিত ছিলেন তানভির আল-রাজিন। এছাড়া আরো উপস্থিত ছিলেন আবু হোরায়রা সামি, আবরার হক, তাওহিদ নাবিল, আব্দুল্লাহ আল নোমান, আহনাফ হোসাইন সিদ্দিকী, নুরুল ইসলাম রাইয়ান, রাসেল খান, মুশফিক।
প্রধান আয়োজক তানভির বলেন, “আমরা অনেকদিন ধরে চাচ্ছিলাম সব বন্ধু মিলে একত্রে আড্ডা দিই। কিন্তু ভার্সিটির লেখাপড়াসহ নানা চাপের কারণে সেই সুযোগ হয়ে উঠেনি। তাই আমরা ব্যাচম্যাট কয়েকজন মিলে সিদ্ধান্ত নিলাম, ক্যাম্পাসে একদিন সবাই মিলে সেহরি করবো।”
তিনি আরো জানান, “ব্যস্ততার মাঝে বন্ধুদেরকে একটু সময় দেয়া, বন্ধুদের সাথে আড্ডা দেয়ার দরকার আছে। এতে বন্ধুত্ব আরো দৃঢ় হয়।”
উল্লেখ্য, সেহরির জন্য প্রথমে তারা রাত ৯টার দিকে ক্যাম্পাসে এসে উপস্থিত হয়। সেখান থেকে তারা রাতের খাবার খেতে লক্ষ্মীবাজারে যায়। রাতের খাবার শেষ করে তারা কাছে পুলিশ হেডকোয়ার্টার্সে ঘুরতে চলে আসে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে চলে আসে তারা। সেহরির সময় হলে তারা নাজিরাবাজারে চলে এসে সেহরি করে নেয়। সেহরিতে তারা তেহারি, ফালুদা, লাচ্ছি খায়। সবমিলিয়ে তাদের জনপ্রতি খরচ পড়ে ২৫০-৩০০ টাকা।