নওগাঁ প্রতিনিধিঃ
মান-হীনতার ট্যাগ দিয়ে নওগাঁ মেডিক্যাল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন শিক্ষার্থী ও সাধারন জনগন । শনিবার ( ১৫ মার্চ ) বেলা ১১টায় নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর থেকে এক বিক্ষোভ সমাবেশ বের করেন শিক্ষার্থী ও চিকিৎসকরা ।
বিক্ষোভ সমাবেশ শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এসে মানববন্ধনে রুপ নেয় । সেখানে শিক্ষার্থীদের পাশাপাশি রাজনৈতিক নেতাকর্মী, সাধারন জনগন সহ আপামর নওগাঁবাসি অংশ নেয় । নওগাঁ মেডিক্যাল কলেজ বন্ধ হলে চাউল সরবরাহ বন্ধ থাকবে বলে হুঁশিয়ারি দেন সংশ্লিষ্টরা।
শিক্ষার্থীরা জানিয়েছেন – কিসের সাপেক্ষে নওগাঁ মেডিকাল কলেজকে মানহীন বলছেন এমন প্রশ্ন শিক্ষার্থীদের । দুইদিন আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অদিভুক্ত মেডিকাল কলেজ পরিক্ষার ফলাফলে নওগাঁ মেডিকেল কলেজ ৯৬ শতাংশ পাশ করে প্রথম স্থান অধিকার করে আছে ।
এছাড়াও অবকাঠামো মানহীনতার জন্য তো দ্বায়ী সরকার। এখানে শীক্ষার্থী সহ নওগাঁবাসি কেন এর কুফল ভোগ করবে । শিক্ষার্থীদের দাবি নওগাঁ মেডিক্যাল কলেজ বন্ধের ষড়যন্ত্র বন্ধ করে অবকাঠামো উন্নয়নের দিকে নজর দেবে সরকার।
নওগাঁ পৌর সাবেক মেয়র এবং সাবেক জেলা বিএনপি’র সভাপতি নজমুল হক সনি বলেন – নওগাঁ মেডিকেল কলেজ মান-হীনতার ট্যাগ দিয়ে বন্ধ করা যাবে না । যদি সরকার এমন সীদ্ধান্ত নেয় তবে নওগাঁ থেকে সকল ধরনের চাউল সরবরাহ বন্ধ করে দেওয়া হবে ।
এই মেডিকাল কলেজ ফ্যাসিস্ট সরকারের টানাপোড়েন ও হটকারীতার কারনে বন্ধ হবে সেটা মেনে নিবে না সরকার। এই আন্দোলনে বিএনপিসহ নওগাঁর সর্বোস্তরের মানুষ একত্বতা প্রকাশ করেছে । মেডিকাল কলেজ বন্ধের ষড়যন্ত্র রুখতে নওগাঁবাসি ঐক্যবন্ধ বলে জানান বিএনপি’র এই নেতা।