মোঃ নুর আলম পাপ্পু, খোকসা কুষ্টিয়াঃ
কুষ্টিয়ার খোকসা থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় দুই জন কে গ্রেপ্তার করেছে পুলিশ।
১৫ মার্চ ২০২৫ ইং রাত ১২:১৫ মিনিটে খোকসা বাজার ও শিমুলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন
মোঃ সান্টু শেখ (৪৫) ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি ও শিমুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি। তিনি মালিগ্রামের বাসিন্দা, পিতা মৃত আক্কাস আলী শেখ। মোঃ জহুরুল ইসলাম (৪০) ওসমানপুর ইউনিয়ন ৩নং ওয়ার্ড যুবলীগের সেক্রেটারি। তার বাড়ি ওসমানপুর গ্রামে, পিতা মৃত আয়েন উদ্দিন শেখ। তাদের বিরুদ্ধে খোকসা থানায় দায়েরকৃত মামলা নং-০৪, তারিখ-০৯-০২-২০২৫ ইং, ধারা- 4/5/6 The Explosive Substances Act, 1908 এবং 15(3)/25D The Special Powers Act, 1974 অনুযায়ী গ্রেপ্তার করা হয়েছে খোকসা থানা পুলিশ এর হোয়াটস আ্যপ গুরুপ থেকে জানা যায়।
খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম জানিয়েছেন, “ডেভিল হান্ট” নামে বিশেষ এই অভিযান অব্যাহত থাকবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে পুলিশ কঠোর অবস্থানে থাকবে বলে তিনি জানিয়েছেন।
স্থানীয়দের মধ্যে এ ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ আইনশৃঙ্খলা বাহিনীর এমন তৎপরতায় স্বস্তি প্রকাশ করেছেন, আবার কেউ রাজনৈতিক নেতাদের গ্রেপ্তারকে কেন্দ্র করে পরিস্থিতি ঘোলাটে হওয়ার আশঙ্কা করছেন।