সৈকত সরকার সৌরভ, ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার গোয়াতলা গোবিন্দপুর গ্রামের ইকলাছ তালুকদারের বাড়ির পুকুর থেকে ৬০ রাউন্ড গুলি উদ্ধার করেছে থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে পুকুরের ধারে কিছু অসামান্য বস্তু পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলি উদ্ধার করে এবং তা সংগ্রহ করে থানায় নিয়ে আসে।
থানা পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া ৬০ রাউন্ড গুলি কার কাছ থেকে অথবা কী উদ্দেশ্যে সেখানে রাখা হয়েছিল, সে বিষয়ে তদন্ত চলছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান শুরু করেছে।
স্থানীয়দের ধারণা, গুলি সম্ভাব্যভাবে কোনো অস্ত্রধারী গোষ্ঠী বা সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে সম্পর্কিত হতে পারে। তবে পুলিশ এখনো এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা সামনে আনা হবে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। পুলিশ স্থানীয়দের সতর্ক করে জানিয়েছে, যেকোনো সন্দেহজনক ঘটনা তাদেরকে অবহিত করার জন্য।