রাজবাড়ী প্রতিনিধিঃ
বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের উপর হামলা মামলায় রাজবাড়ীর কালুখালীতে মোঃ আকবর মন্ডল নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। তিনি কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য।
শনিবার (১৫ মার্চ) দুপুরে কালুখালীর মাজবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মফিজুল ইসলাম বলেন, গত ৫ আগস্ট গোয়ালন্দ মোড়ে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের হামলার মামলার তদন্তে প্রাপ্ত আসামী মোঃ আকবর মন্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে রাজবাড়ী আদালতে সোপর্দ করা হবে।