১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৬ই রমজান, ১৪৪৬ হিজরি

চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে কোপানো সেই যুবদল নেতা বহিষ্কার

সৈয়দ মাকসুমুল হক চৌধুরী সিয়াম, মোহনগঞ্জ প্রতিনিধিঃ

চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে কোপানোর ঘটনায় নেত্রকোণার মোহনগঞ্জ পৌর যুবদলের সদস্যসচিব ফয়সাল আহমেদ খোকনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (১৫ মার্চ) কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে নেত্রকোণার মোহনগঞ্জ পৌর যুবদলের সদস্য সচিব ফয়সাল আহমেদ খোকনকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিস্কার করা হয়েছে। তার কোন ধরনের অপকর্মের দায় দল নেবে না।
একই সঙ্গে তার সঙ্গে দলীয় নেতা-কর্মীদের কোন রকমের সম্পর্ক না রাখার নির্দেশনা দেয়াসহ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়।

এর আগে, শুক্রবার মোহনগঞ্জে চাঁদা না পেয়ে জসিম উদ্দিন (৩৫) নামের ওই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার অভিযোগ ওঠে যুবদল নেতা ফয়সাল আহমেদের বিরুদ্ধে। সেদিন সন্ধ্যায় মোহনগঞ্জ পৌর শহরের পাথরঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। আহত জসিম উদ্দিন ঢাকায় রিক্রুটিং এজেন্সি মেসার্স আফিফ ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী।

জসিম উদ্দিনের স্ত্রী নিশা আক্তার জানান, জসিম উদ্দিন পরিবার নিয়ে ঢাকায় বসবাস করেন। গত বছরের ৬ আগস্ট ‍যুবদল নেতা ফয়সাল আহমেদ তার স্বামীর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। কিন্তু চাঁদা না দেওয়ায় তিনি ক্ষিপ্ত হন। গত বৃহস্পতিবার জসিম উদ্দিন ঢাকা থেকে বাড়িতে আসেন। পরদিন মোহনগঞ্জ পাথরঘাটা এলাকায় ইফতারি কিনতে যান জসিম। এ সময় ফয়সাল তার সহযোগীদের নিয়ে জসিম উদ্দিনের ওপর অতর্কিতভাবে হামলা চালান।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে রাত ১০টার দিকে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার পর থেকে পলাতক রয়েছেন ফয়সাল আহমেদ খোকন। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন মোহনগঞ্জ থানা্র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম ।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

খোকসায় ৪২ বছরের নারীর শ্লীলতাহানির চেষ্টা, ৩৫ বছরের যুবক

মোঃ নুর আলম পাপ্পু, খোকসা কুষ্টিয়াঃ কুষ্টিয়া জেলার খোকসা থানাধীন শিমুলিয়া ইউনিয়নের সিংঘরিয়া গ্রামে ঘটে যাওয়া এক হৃদয়বিদারক ঘটনার খবর পাওয়া গেছে। গতকাল ১৪ মার্চ

দুর্নীতি মুক্ত ক্যাম্পাস গড়তে চান জবি ছাত্রদলের আহবায়ক হিমেল

জবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে (জবি) দুর্নীতি মুক্ত ক্যাম্পাস হিসেবে গড়তে চান বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির শাখা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান হিমেল। আজ শনিবার (১৫ মার্চ) জগন্নাথ

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যাবতজীবন সাজাপ্রাপ্ত আসামীকে আটক করেছে পুলিশ

মোঃআবুল বাশার, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে যাবতজীবন সাজাপ্রাপ্ত ও বিভিন্ন মামলার আসামী আনোয়ার হোসেন সাদ্দামকে গ্রেফতার করেছে চন্দ্রগঞ্জ থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত

বগুড়া মালতিনগরে অপরাধ দমন কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত

সজিব হাসান, (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার মালতিনগর এলাকায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে মালতিনগর অপরাধ দমন কমিটির উদ্যোগে এক গুরুত্বপূর্ণ এক বিশেষ

Scroll to Top