সজিব হাসান, (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার মালতিনগর এলাকায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে মালতিনগর অপরাধ দমন কমিটির উদ্যোগে এক গুরুত্বপূর্ণ এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। শনিবার বিকেলে বগুড়া ওয়াইএমসিএ’র পল বেসরা অডিটোরিয়ামে এলাকার গণ্যমান্য ব্যক্তি, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি এবং সমাজসেবকরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন এবং অপরাধ দমনে করণীয় নিয়ে মতামত প্রকাশ করেন। তারা উল্লেখ করেন, পূর্বে এই এলাকায় নৈশপ্রহরী দায়িত্ব পালন করায় অপরাধমূলক কার্যক্রম কম হতো এবং সাধারণ মানুষ নিরাপদে চলাফেরা করতে পারত। কিন্তু সাম্প্রতিক সময়ে নিরাপত্তার অভাব এবং অপরাধের মাত্রা কিছুটা বেড়ে যাওয়ার কারণে পুনরায় রাতের বেলা নৈশপ্রহরী নিয়োগের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে এলাকার বাসিন্দাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কমিটি এ বিষয়ে জরুরি পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেয়।
সভায় বিশেষভাবে মাদকাসক্ত ও মাদকের প্রসার রোধে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। সংগঠনের সভাপতি অধ্যক্ষ রবার্ট রবিন মারান্ডী বলেন বর্তমানে সমাজে মাদকের ভয়াবহতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যা বিশেষ করে তরুণ সমাজের জন্য অত্যন্ত ক্ষতিকর। মাদকদ্রব্য যেন কোনোভাবেই এলাকার যুবসমাজকে ধ্বংস করতে না পারে, সে বিষয়ে কঠোর মনোভাব গ্রহণের আহ্বান জানান। মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি, অভিভাবকদের সচেতন করা এবং স্থানীয় স্কুল-কলেজে মাদকের কুফল সম্পর্কে সেমিনার আয়োজন করা অত্যবশ্যক।
নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং অপরাধ দমনে সামাজিক সচেতনতা বাড়ানো জরুরি। সভা শেষে দেশ, জাতি এবং এলাকার মানুষের মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়ায় উপস্থিত ব্যক্তিরা সমাজের শান্তি, স্থিতিশীলতা এবং উন্নয়নের জন্য প্রার্থনা করেন। দোয়া শেষে সকলের জন্য ইফতারের আয়োজন করা হয়, যেখানে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মালতিনগর অপরাধ দমন কমিটির এই সভা এলাকার নিরাপত্তা জোরদার এবং মাদকমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে স্থানীয়রা মনে করেন। কমিটির সদস্যরা আশাবাদ ব্যক্ত করেন যে, গৃহীত পদক্ষেপগুলোর সফল বাস্তবায়ন হলে এলাকার অপরাধ প্রবণতা হ্রাস পাবে এবং সাধারণ মানুষ আরও নিরাপদে বসবাস করতে পারবে। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি সোহরাব হোসেন, ডা. জাহাঙ্গীর হোসেন, মানিক, দপ্তর সম্পাদক রতন পাইকার, সাবেক সাধারণ সম্পাদক এড. সুজাউদ্দৌলা সহ প্রমুখ।